ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

অবরোধের আগে মতিঝিলে বাসে আগুন

নিজস্ব সংবাদ

 

রাজধানীর মতিঝিলে শিল্প ব্যাংকের স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে এই আগুন লাগার খবর পান বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসাইন জানান। তিনি বলেন, “মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পেছনে একটি বাসে আগুন দেওয়ার খবর আসে। দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কোনো বাসটি পায়নি।

“আশপাশের লোকজন আগুন নিভিয়ে বাসটি সরিয়ে ফেলেছে বলে জানা গেছে।” মতিঝিল থানার পরিদর্শক (পেট্রোল) মো. বেলাল হোসেন বলেন, “শিল্প ব্যাংকের একটি স্টাফ বাস বাংলাদেশ ব্যাংকে পেছনে দাঁড়ানো ছিল। সেখানে আগুন দেওয়া হয়। আগুনে বাসের সিট পুড়েছে। এছাড়া আর কোনো ক্ষতি হয়নি।

“সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে ঘটনাস্থল থেকে বাসটি সরিয়ে নেওয়া হয়েছে।”

গত ২৮ অক্টোবর নয়া পল্টনে মহাসমাবেশ সংঘর্ষের কারণে পণ্ড হয়ে যাওয়ার পর থেকে বিএনপি হরতাল-অবরোধ কর্মসূচি দিয়ে আসছে।

মঙ্গলবার ভোর ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে ফের অবরোধ ডেকেছে বিএনপি।

এসব কর্মসূচিতে ঢাকাসহ সারাদেশে এ পর্যন্ত ২৬৩টি যানবাহনে আগুন দেওয়ার খবর দিয়েছে ফায়ার সার্ভিস।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৩৭:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
৫৪ বার পড়া হয়েছে

অবরোধের আগে মতিঝিলে বাসে আগুন

আপডেট সময় ১১:৩৭:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩

 

রাজধানীর মতিঝিলে শিল্প ব্যাংকের স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে এই আগুন লাগার খবর পান বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসাইন জানান। তিনি বলেন, “মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পেছনে একটি বাসে আগুন দেওয়ার খবর আসে। দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কোনো বাসটি পায়নি।

“আশপাশের লোকজন আগুন নিভিয়ে বাসটি সরিয়ে ফেলেছে বলে জানা গেছে।” মতিঝিল থানার পরিদর্শক (পেট্রোল) মো. বেলাল হোসেন বলেন, “শিল্প ব্যাংকের একটি স্টাফ বাস বাংলাদেশ ব্যাংকে পেছনে দাঁড়ানো ছিল। সেখানে আগুন দেওয়া হয়। আগুনে বাসের সিট পুড়েছে। এছাড়া আর কোনো ক্ষতি হয়নি।

“সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে ঘটনাস্থল থেকে বাসটি সরিয়ে নেওয়া হয়েছে।”

গত ২৮ অক্টোবর নয়া পল্টনে মহাসমাবেশ সংঘর্ষের কারণে পণ্ড হয়ে যাওয়ার পর থেকে বিএনপি হরতাল-অবরোধ কর্মসূচি দিয়ে আসছে।

মঙ্গলবার ভোর ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে ফের অবরোধ ডেকেছে বিএনপি।

এসব কর্মসূচিতে ঢাকাসহ সারাদেশে এ পর্যন্ত ২৬৩টি যানবাহনে আগুন দেওয়ার খবর দিয়েছে ফায়ার সার্ভিস।