অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত: ইবি
জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা ২০২৩-২০২৪ এর আওতায় অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে ‘অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ সভা’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনের ৪৪১ নং কক্ষে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। অধ্যাপক ড. মোঃ রবিউল হকের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোঃ ইব্রাহিম আব্দুল্লাহ, রির্সোস পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, APA ফোকাল পয়েন্ট- উপ রেজিস্ট্রার চন্দন কুমার দাস এবং অভিযোগ প্রতিকার ব্যাবস্থাপনা ফোকাল পয়েন্ট মুহাম্মদ ইব্রাহিম খলিলসহ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীবৃন্দ।
এসময় বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি যেকোনো সেবা পেতে কোন বিড়ম্বনা বা সমস্যার সম্মুখীন হয়, তবে আমাদের অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা কমিটি তা সমাধানের ব্যবস্থা করবে।