ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আইনশৃঙ্খলা বাহিনী-আওয়ামী লীগ যৌথভাবে দমন-পীড়ন চালাচ্ছে: নুর

নিজস্ব সংবাদ

আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ যৌথভাবে বিরোধীদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

বুধবার অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ এ অভিযোগ করেন তিনি। এরআগে সকাল সাড়ে ১১টায় পুরানা পল্টন আল রাজী কমপ্লেক্সের সামনে থেকে মিছিল বের করে গণঅধিকার পরিষদ। তাদের মিছিলটি পল্টন মোড়, নাইটিংগেল মোড়  ঘুরে বিজয়নগর পানিরট্যাংকির মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

নুরুল হক নুর বলেন, দেশের বিভিন্ন স্থানে জেলা, উপজেলায় আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে বিরোধীদের ওপর হামলা-মামলা, দমন-পীড়ন চালাচ্ছে। বিএনপির নেতাকর্মীদের বাসায় না পেয়ে তাদের বাবা, মা, আত্মীয়-স্বজনকে ধরে নিয়ে যাচ্ছে এবং মামলা দিচ্ছে। পাকিস্তান আমলেও এমন হয়নি। গত দুটি নির্বাচন থেকে আমরা দেখেছি, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু হয়নি। জনগণ ভোট দিতে পারে নাই।

তিনি বলেন, উন্নয়নের নামে আওয়ামী লীগ স্বাধীনতার ৫২ বছরে সরকার র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা এনে দিয়েছে এবং ভিসা নিষেধাজ্ঞা এনেছে। র‌্যাবের পর এখন সোয়াত, ডিএমপির ওপরও এনেছে। আমেরিকা সোয়াত ও ডিএমপিকে কোন সহযোগিতা করবে না। আসন্ন নির্বাচন সুষ্ঠু না হলে শান্তিরক্ষী মিশনও বন্ধ হয়ে যেতে পারে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:০৬:৫১ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
১২৮ বার পড়া হয়েছে

আইনশৃঙ্খলা বাহিনী-আওয়ামী লীগ যৌথভাবে দমন-পীড়ন চালাচ্ছে: নুর

আপডেট সময় ০৫:০৬:৫১ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩

আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ যৌথভাবে বিরোধীদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

বুধবার অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ এ অভিযোগ করেন তিনি। এরআগে সকাল সাড়ে ১১টায় পুরানা পল্টন আল রাজী কমপ্লেক্সের সামনে থেকে মিছিল বের করে গণঅধিকার পরিষদ। তাদের মিছিলটি পল্টন মোড়, নাইটিংগেল মোড়  ঘুরে বিজয়নগর পানিরট্যাংকির মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

নুরুল হক নুর বলেন, দেশের বিভিন্ন স্থানে জেলা, উপজেলায় আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে বিরোধীদের ওপর হামলা-মামলা, দমন-পীড়ন চালাচ্ছে। বিএনপির নেতাকর্মীদের বাসায় না পেয়ে তাদের বাবা, মা, আত্মীয়-স্বজনকে ধরে নিয়ে যাচ্ছে এবং মামলা দিচ্ছে। পাকিস্তান আমলেও এমন হয়নি। গত দুটি নির্বাচন থেকে আমরা দেখেছি, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু হয়নি। জনগণ ভোট দিতে পারে নাই।

তিনি বলেন, উন্নয়নের নামে আওয়ামী লীগ স্বাধীনতার ৫২ বছরে সরকার র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা এনে দিয়েছে এবং ভিসা নিষেধাজ্ঞা এনেছে। র‌্যাবের পর এখন সোয়াত, ডিএমপির ওপরও এনেছে। আমেরিকা সোয়াত ও ডিএমপিকে কোন সহযোগিতা করবে না। আসন্ন নির্বাচন সুষ্ঠু না হলে শান্তিরক্ষী মিশনও বন্ধ হয়ে যেতে পারে।