আন্দোলনকারীদের সাথে আমি বসতে চাই: প্রধানমন্ত্রী
দেশের চলমান পরিস্থিতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বসার আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান তিনি।
তিনি বলেন, ‘গণভবনের দরজা খোলা। কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই।’
কোটা সংস্কার আন্দোলন ঘিরে কোনো সংঘাত চান না বলে জানান প্রধানমন্ত্রী।
কোটা সংস্কার আন্দোলনে গ্রেফতার শিক্ষার্থীদের মুক্তি দেয়ার নির্দেশ দিয়ে শেখ হাসিনা বলেন, ‘প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত প্রত্যয় পেনশন ব্যবস্থা বাতিল করা হয়েছে।’
ট্যাগস :