আশুলিয়ায় ইটবোঝাই ট্রাকের চাঁপায় নিহত ১, আহত ১
আশুলিয়ায় ইটবোঝাই ট্রাকের চাঁপায় আল আমিন (২১) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার চাচাতো ভাই রাকিব (২১)। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।
শনিবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের রাঙ্গামাটি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকার আজিজুলের ছেলে আল আমিন। সে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের ছাত্র ছিলেন। আহত রাকিব একই এলাকার হীরার ছেলে। সেও ওই কলেজের ছাত্র বলে জানা গেছে।
নিহতের চাচা ও আহত রাকিবের বাবা হীরা জানান, আল আমিন তাদের বাড়ি গোয়ালবাথান থেকে মোটরসাইকেলযোগে (নওগাঁ এ ১১৩৪) জিরানী বাজারে আসে। সেখান থেকে বাড়িতে ফিরছিলেন আল আমিন। এসময় রাঙ্গামাটি এলাকায় পৌছলে ইটবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ০২-০২০৯) পেছন থেকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই আল আমিন মারা যায় এবং পেছনে বসে থাকা রাকিব আহত হন। আহত রাকিবকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় পুলিশে খবর দিলে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আফজালুল হক জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।