আশুলিয়ায় কোটি টাকার হেরোইনসহ আটক ১
আশুলিয়ায় বিপুল পরিমান হিরোইনসহ রাহিম আলী (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৪’র সিপিসি-২। এসময় তার হেফাজত থেকে নয়শত ৪৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৯৪ লাখ ৫০ হাজার টাকা।
এ ঘটনায় তাকে আশুলিয়া থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এর আগে গতকাল শুক্রবার রাতে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় থেকে তাকে আটক করেন র্যাব-৪। পরে আজ শনিবার (২৭ জানুয়ারি) সকালে তাকে ঢাকার আদালতে পাঠানো হয়েছে।
আটককৃত মাদক ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার রসুলপুর গ্রামের মো.জুটু আলীর ছেলে মো.রাহিম আলী।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই রাহিম আলী দেশের বিভিন্ন এলাকা থেকে মাদক ক্রয় করে এনে সাভার-আশুলিয়াসহ আশপাশের বিভিন্ন এলাকায় ব্যবসা চালিয়ে আসছিলো। পরে গতকাল শুক্রবার মাদক বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান হেরোইনসহ তাকে আটক করা হয়।
র্যাব-৪ সিপিসি ২ এর কোম্পানী কমান্ডার লে. কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে বিপুল পরিমান হেরোইনসহ একজনকে আটক করা হয়েছে। আটক রাহিম আলীকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তার সাথে আরও কেউ জড়িত আছে কি না সেবিষয়ে তদন্ত করে বিস্তারিত জানা যাবে।