‘আসছে রমজান মাসকে কেন্দ্র করে দরীদ্রদের মাঝে ওবিএটি’র ত্রাণদান’
প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়ে ওবিএটি’র কার্যক্রম এখন আর কারো অজানা নয়। বিশেষ করে উর্দুভাষী সুবিধাবঞ্চিতদের শিক্ষা বা চিকিৎসা নিয়ে তাদের প্রচেষ্টার সফলতা স্পষ্ট ছাপ রাখতে শুরু করেছে অনেক আগেই। সেই ধারাবাহিকতায় খুলনার খালিশপুরেও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে ‘ওবিএটি হেল্পার্স, থিংক ট্যাংক’ এখন যেন একটি ভরসার নাম।
ওবিএটি’র দৃশ্যমান এই সফলতা অনুভব করতে বা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে থেমে নেই তাদের প্রচেষ্টা। এইতো সেদিনো ওবিএটি প্রেসিডেন্ট ও ফাউন্ডার আনোয়ার খানকে দেখা যায় খুলনার খালিশপুরে পিছিয়ে পড়া মানুষের মাঝে ব্যস্ত সময় কাটাতে।
আসছে রমজান মাসকে কেন্দ্র করে ওবিএটি’র ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আজ ছিলো দরীদ্রদের মাঝে ত্রাণদান কর্মসূচী। জনপ্রতি দেড় হাজার টাকা মূল্যের এই ত্রাণ ৯৫০ জনের মাঝে পৌঁছে দেওয়ার প্রথম ধাপ ছিলো আজ। ওবিএটি প্রজেক্ট অফিসার এমডি হুমাইয়ুন কবির এবং স্থানীয় কাউন্সিলর মাস্টার শফিকুল আলমের উপস্থিতিতে সেমাই, ছোলা, ডাল ইত্যাদিসহ রমজানে প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের এই ত্রাণ সামগ্রী আজ সর্বমোট ২৫০ জনের মাঝে বিতরণ করে ওবিএটি।