ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আসন্ন দুর্গাপূজায় কোনো ধরনের নাশকতা সৃষ্টির শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব সংবাদ

আসন্ন দুর্গাপূজায় কোনো ধরনের শঙ্কা নেই জানিয়ে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘এবারের পূজা খুব ভালোভাবে হবে। কোনো ধরনের অসুবিধা হবে না।’ মঙ্গলবার সকালে গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

পূজায় সবার সহযোগিতা চেয়ে তিনি আরও বলেন, ‘প্রতিবার তো পুলিশ ও আনসার সদস্য থাকে, এবারে বাড়তি র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।’

দুর্গাপূজা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারে বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এটি দেখার দায়িত্ব আপনাদের। আমার এলাকায় কোনো সমস্যা হয়নি, আপনাদের গাজীপুরে কোথায় সমস্যা হয়েছে, সেটি লিখেন। তাহলেই সবাই পরিস্থিতি বুঝবে।’

সম্প্রতি মব নিয়ে তিনি বলেন, ‘মব কালচার আগেও ছিল, এখন সেটি রোধ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে।’

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে উপদেষ্টা বলেন, ‘বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। শিগগিরই বাজার একটি সহনীয় পর্যায়ে চলে আসবে।’ বাজারে সিন্ডিকেট থাকলে সেটি বাণিজ্য মন্ত্রণালয় ভেঙে দেবে বলে উল্লেখ করেন তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:২৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
৯০ বার পড়া হয়েছে

আসন্ন দুর্গাপূজায় কোনো ধরনের নাশকতা সৃষ্টির শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০১:২৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪

আসন্ন দুর্গাপূজায় কোনো ধরনের শঙ্কা নেই জানিয়ে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘এবারের পূজা খুব ভালোভাবে হবে। কোনো ধরনের অসুবিধা হবে না।’ মঙ্গলবার সকালে গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

পূজায় সবার সহযোগিতা চেয়ে তিনি আরও বলেন, ‘প্রতিবার তো পুলিশ ও আনসার সদস্য থাকে, এবারে বাড়তি র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।’

দুর্গাপূজা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারে বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এটি দেখার দায়িত্ব আপনাদের। আমার এলাকায় কোনো সমস্যা হয়নি, আপনাদের গাজীপুরে কোথায় সমস্যা হয়েছে, সেটি লিখেন। তাহলেই সবাই পরিস্থিতি বুঝবে।’

সম্প্রতি মব নিয়ে তিনি বলেন, ‘মব কালচার আগেও ছিল, এখন সেটি রোধ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে।’

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে উপদেষ্টা বলেন, ‘বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। শিগগিরই বাজার একটি সহনীয় পর্যায়ে চলে আসবে।’ বাজারে সিন্ডিকেট থাকলে সেটি বাণিজ্য মন্ত্রণালয় ভেঙে দেবে বলে উল্লেখ করেন তিনি।