ইফতার সামগ্রী উপহার পেয়ে খুশি খুলনা ১২ নম্বর ওয়ার্ডের সাধারণ রোজদার মানুষ
ইফতারির পর ওয়ার্ডবাসী মোঃ বাবু বলেন আমি একটা প্যাকেট পেয়েছিলাম, কিন্তু আমাদের ঘরের তিনজনের ভরপুর ইফতার হয়ে গেছে ঐ প্যাকেটে। আর এমন শৃঙ্খলার মধ্য দিয়ে আমাদের হাতে কখনো কোনো উপহার বিতরণ করতে দেখিনি এর আগে, এই হলো সবচেয়ে বড় কথা। খুব সুন্দর আয়োজন, এখান থেকে আমাদের শেখার রয়েছে অনেক।
আজ রবিবার (মার্চ ২৪) বিকেলে প্রায় ২ শত সাধারণ রোজদারের মাঝে ইফতার বিতরণ করা হয় খুলনা ১২ নম্বর ওয়ার্ড কার্যালায়ে। পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণের এই আয়োজন করে বাংলাদেশ নৌবাহিনী।
ট্যাগস :