ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ইবিতে আবারো বিবস্ত্র করে র‍্যাগিং: তদন্তে ২টি কমিটি

ওয়াসিফ আল আবরার, ইবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আবারো এক নবীন শিক্ষার্থীকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার (৭ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলের ১৩৬ নম্বর কক্ষে (গণরুমে) এ ঘটনা ঘটে বলে জানা যায়। তবে লিখিত অভিযোগ না পেলেও গণমাধ্যমে প্রকাশিত খবরের সুত্র ধরে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসন।

ভুক্তভোগী আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থী। অভিযুক্ত শারীরিক শিক্ষা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মুদাচ্ছির খান কাফি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মোহাম্মদ সাগর। তারা দুইজনই লালন শাহ হলের ১৩৬ নং কক্ষে গণরুমে থাকেন।

খোজ নিয়ে জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি রাতে লালন শাহ হলের ১৩৬ নম্বর কক্ষে ভুক্তভোগীকে ডাকেন অভিযুক্ত কাফি ও সাগর। এ সময় তাকে উলঙ্গ করে ব্রেঞ্চের ওপর দাড় করিয়ে রাখেন অভিযুক্তরা। এছাড়াও তাকে রড দিয়ে আঘাত করাসহ বেঞ্চের উপর দাঁড় করিয়ে রাখা, হাতে ঝুলিয়ে রাখা ও নাকে খত দেওয়ানো হয়।

তবে এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী লিখিত অভিযোগ না দিলেও বিভিন্ন গণমাধ্যমের প্রকাশিত খবরের সুত্র ধরে শেখ রাসেল হলের প্রোভস্ট অধ্যাপক ড. দেবাশীষ শর্মাকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে সদস্য সচিব হিসেবে সহকারী প্রক্টর জনাব মিঠুন বৈরাগী ও সদস্য হিসেবে অধ্যাপক ড. মোঃ আনিচুর রহমান রয়েছেন। কমিটিকে যথাশীঘ্র প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, র‍্যাগিংয়ের ঘটনার লিখিত অভিযোগ না পেলেও প্রত্রিকায় প্রকাশিত নিউজের ভিত্তিতে তদন্ত করা হবে। হাইকোর্ট থেকে এরকম ঘটনা ঘটার সাথে সাথে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা রয়েছে।

এদিকে, এ ঘটনায় পৃথক তদন্ত কমিটি গঠন করেছে লালন শাহ হল কর্তৃপক্ষ। হল অফিসে মৌখিক বা লিখিত কোন অভিযোগ পাওয়া না গেলেও সহকারী প্রক্টরের মাধ্যমে বিষয়টি অবগত হয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে উল্লেখ করেছে লালন শাহ হল প্রশাসন। আবাসিক শিক্ষক ড. আলতাফ হোসেনকে আহবায়ক ও সহকারী রেজিস্ট্রার জনাব জিল্লুর রহমানকে সদস্য সচিব করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি বাকি দুজন সদস্য হচ্ছেন জনাব মোঃ আব্দুল হালিম ও অধ্যাপক ড. মোঃ হেলাল উদ্দিন। কমিটিকে আগামী ০৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৫৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪
১৬২ বার পড়া হয়েছে

ইবিতে আবারো বিবস্ত্র করে র‍্যাগিং: তদন্তে ২টি কমিটি

আপডেট সময় ০৫:৫৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আবারো এক নবীন শিক্ষার্থীকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার (৭ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলের ১৩৬ নম্বর কক্ষে (গণরুমে) এ ঘটনা ঘটে বলে জানা যায়। তবে লিখিত অভিযোগ না পেলেও গণমাধ্যমে প্রকাশিত খবরের সুত্র ধরে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসন।

ভুক্তভোগী আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থী। অভিযুক্ত শারীরিক শিক্ষা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মুদাচ্ছির খান কাফি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মোহাম্মদ সাগর। তারা দুইজনই লালন শাহ হলের ১৩৬ নং কক্ষে গণরুমে থাকেন।

খোজ নিয়ে জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি রাতে লালন শাহ হলের ১৩৬ নম্বর কক্ষে ভুক্তভোগীকে ডাকেন অভিযুক্ত কাফি ও সাগর। এ সময় তাকে উলঙ্গ করে ব্রেঞ্চের ওপর দাড় করিয়ে রাখেন অভিযুক্তরা। এছাড়াও তাকে রড দিয়ে আঘাত করাসহ বেঞ্চের উপর দাঁড় করিয়ে রাখা, হাতে ঝুলিয়ে রাখা ও নাকে খত দেওয়ানো হয়।

তবে এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী লিখিত অভিযোগ না দিলেও বিভিন্ন গণমাধ্যমের প্রকাশিত খবরের সুত্র ধরে শেখ রাসেল হলের প্রোভস্ট অধ্যাপক ড. দেবাশীষ শর্মাকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে সদস্য সচিব হিসেবে সহকারী প্রক্টর জনাব মিঠুন বৈরাগী ও সদস্য হিসেবে অধ্যাপক ড. মোঃ আনিচুর রহমান রয়েছেন। কমিটিকে যথাশীঘ্র প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, র‍্যাগিংয়ের ঘটনার লিখিত অভিযোগ না পেলেও প্রত্রিকায় প্রকাশিত নিউজের ভিত্তিতে তদন্ত করা হবে। হাইকোর্ট থেকে এরকম ঘটনা ঘটার সাথে সাথে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা রয়েছে।

এদিকে, এ ঘটনায় পৃথক তদন্ত কমিটি গঠন করেছে লালন শাহ হল কর্তৃপক্ষ। হল অফিসে মৌখিক বা লিখিত কোন অভিযোগ পাওয়া না গেলেও সহকারী প্রক্টরের মাধ্যমে বিষয়টি অবগত হয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে উল্লেখ করেছে লালন শাহ হল প্রশাসন। আবাসিক শিক্ষক ড. আলতাফ হোসেনকে আহবায়ক ও সহকারী রেজিস্ট্রার জনাব জিল্লুর রহমানকে সদস্য সচিব করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি বাকি দুজন সদস্য হচ্ছেন জনাব মোঃ আব্দুল হালিম ও অধ্যাপক ড. মোঃ হেলাল উদ্দিন। কমিটিকে আগামী ০৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।