ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ইবিতে ‘পাবলিক স্পিকিং ও লিডারশীপ থ্রু ভলেন্টিয়ারিজম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ওয়াসিফ আল আবরার, ইবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে রক্ত নিয়ে কাজ করা সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন রক্তিমার উদ্যোগে ‘পাবলিক স্পিকিং এন্ড লিডারশীপ থ্রু ভলেন্টিয়ারিজম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবনের ২১৭ নং কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন ভলেন্টিয়ার ফর বাংলাদেশ, খুলনা বিভাগের সভাপতি সানজিদ আহমেদ সজীব।

সেমিনারে প্রায় ৬০ জন শিক্ষার্থী অংশ নেয়। এসময় তাদের পাব্লিক স্পিকিং এন্ড লিডারশীপ সম্পর্কে ট্রেনিং দেওয়া হয়। সবার সামনে কথা বলতে পারার গুরুত্ব সম্পর্কে অবগত করা এবং নিজের বক্তৃতায় দক্ষতা বৃদ্ধির উপায় সম্পর্কে জানানো হয়। এছাড়াও পরবর্তীতে স্বেচ্ছাসেবী কার্যক্রমের মাধ্যমে নিজের নেতৃত্বদানের গুণাবলি অর্জন ও সুযোগের বিষয়ে আলোকপাত করা হয়। সেমিনার শেষে অংশগ্রহনকারীদের অনলাইন সার্টিফিকেট প্রদান করা হয়।

সেমিনারে অংশ নিয়ে শিক্ষার্থীরা বলেন, আমরা অনেকদিন ধরেই বিভিন্ন স্বেচ্ছাসেবী কর্মকাণ্ড করে আসছিলাম। কিন্তু স্বেচ্ছাসেবী কাজের মধ্যে দিয়ে নিজেদের দক্ষতা অর্জন ও কীভাবে নেতৃত্ব দেওয়া যায়, নিজের সন্তুষ্টি অর্জন করা যায় তা সম্পর্কে পরিষ্কার ধারণা ছিলো না। আজকের সেমিনারের মাধ্যমে এগুলো জানতে পারলাম৷ সেমিনারটি খুবই প্রাণবন্ত লেগেছে।

রক্তিমার সভাপতি সিরাজুম মুনিরা বলেন, আমাদের এই সেমিনার বা ট্রেনিং সেশনের উদ্দেশ্য মূলত রক্তিমার সদস্যদের দক্ষ ও যোগ্যতা সম্পন্ন স্বেচ্ছাসেবী হিসেবে গড়ে উঠতে সাহায্য করা এবং নেতৃত্বদানের গুণাবলী অর্জন করে পরবর্তীতে কাজে লাগাতে পারা৷ আমরা চাই প্রথমত একজন স্বেচ্ছাসেবী নিজের দক্ষতা বৃদ্ধি করুক, দ্বিতীয়ত আশপাশের মানুষ তাকে দেখে স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হোক। এত অল্প সময়ের নোটিশে এরকম গুরুত্বপূর্ণ একটি সেশন দেওয়ায় ভলেন্টিয়ার ফর বাংলাদেশ সংগঠন ও সজীব ভাইয়ের প্রতি আমরা কৃতজ্ঞ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৫৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪
৬৭ বার পড়া হয়েছে

ইবিতে ‘পাবলিক স্পিকিং ও লিডারশীপ থ্রু ভলেন্টিয়ারিজম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:৫৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪

ইসলামী বিশ্ববিদ্যালয়ে রক্ত নিয়ে কাজ করা সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন রক্তিমার উদ্যোগে ‘পাবলিক স্পিকিং এন্ড লিডারশীপ থ্রু ভলেন্টিয়ারিজম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবনের ২১৭ নং কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন ভলেন্টিয়ার ফর বাংলাদেশ, খুলনা বিভাগের সভাপতি সানজিদ আহমেদ সজীব।

সেমিনারে প্রায় ৬০ জন শিক্ষার্থী অংশ নেয়। এসময় তাদের পাব্লিক স্পিকিং এন্ড লিডারশীপ সম্পর্কে ট্রেনিং দেওয়া হয়। সবার সামনে কথা বলতে পারার গুরুত্ব সম্পর্কে অবগত করা এবং নিজের বক্তৃতায় দক্ষতা বৃদ্ধির উপায় সম্পর্কে জানানো হয়। এছাড়াও পরবর্তীতে স্বেচ্ছাসেবী কার্যক্রমের মাধ্যমে নিজের নেতৃত্বদানের গুণাবলি অর্জন ও সুযোগের বিষয়ে আলোকপাত করা হয়। সেমিনার শেষে অংশগ্রহনকারীদের অনলাইন সার্টিফিকেট প্রদান করা হয়।

সেমিনারে অংশ নিয়ে শিক্ষার্থীরা বলেন, আমরা অনেকদিন ধরেই বিভিন্ন স্বেচ্ছাসেবী কর্মকাণ্ড করে আসছিলাম। কিন্তু স্বেচ্ছাসেবী কাজের মধ্যে দিয়ে নিজেদের দক্ষতা অর্জন ও কীভাবে নেতৃত্ব দেওয়া যায়, নিজের সন্তুষ্টি অর্জন করা যায় তা সম্পর্কে পরিষ্কার ধারণা ছিলো না। আজকের সেমিনারের মাধ্যমে এগুলো জানতে পারলাম৷ সেমিনারটি খুবই প্রাণবন্ত লেগেছে।

রক্তিমার সভাপতি সিরাজুম মুনিরা বলেন, আমাদের এই সেমিনার বা ট্রেনিং সেশনের উদ্দেশ্য মূলত রক্তিমার সদস্যদের দক্ষ ও যোগ্যতা সম্পন্ন স্বেচ্ছাসেবী হিসেবে গড়ে উঠতে সাহায্য করা এবং নেতৃত্বদানের গুণাবলী অর্জন করে পরবর্তীতে কাজে লাগাতে পারা৷ আমরা চাই প্রথমত একজন স্বেচ্ছাসেবী নিজের দক্ষতা বৃদ্ধি করুক, দ্বিতীয়ত আশপাশের মানুষ তাকে দেখে স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হোক। এত অল্প সময়ের নোটিশে এরকম গুরুত্বপূর্ণ একটি সেশন দেওয়ায় ভলেন্টিয়ার ফর বাংলাদেশ সংগঠন ও সজীব ভাইয়ের প্রতি আমরা কৃতজ্ঞ।