ইবিতে শাপলা ফোরামের নির্বাচন সম্পন্ন; বিজয়ী যারা
ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শাপলা ফোরামের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৩ সম্পন্ন হয়েছে। নির্বাচনে ৩০ জন প্রার্থীর মধ্যে সর্বোচ্চ ভোট প্রাপ্ত ১৫ জন প্রতিনিধি নির্বাচিত হয়েছেন।
শনিবার (২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ করা হয়। পরবর্তীতে ভোট গণণা শেষে রাত ১০ টার দিকে ফল প্রকাশ করেন নির্বাচনের আহ্বায়ক ও প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মিজানুর রহমান।
নির্বাচনে সর্বোচ্চ (১২৩) ভোট পেয়ে প্রথম হয়েছেন অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন , (১২২) ভোট পেয়ে ২য় হয়েছেন অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন, (১২১) ভোট পেয়ে ৩য় হয়েছেন অধ্যাপক ড. মাহবুবুর রহমান। অন্যান্য বিজয়ী সদস্যরা হলেন ইংরেজী বিভাগের ড. মামুনুর রহমান, সহযোগী অধ্যাপক জয়শ্রী সেন (সিএসই), অধ্যাপক ড. আনিছুর রহমান (গণিত), অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার (আইসিটি), অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন (আইসিটি), অধ্যাপক ড. আনোয়ারুল হক (বায়োটেকনোলজী অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং), অধ্যাপক ড. মাহবুবুল আরফিন (ব্যবস্থাপনা), অধ্যাপক ড. শেলিনা নাসরিন (হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি), অধ্যাপক ড. রবিউল হোসেন (বাংলা), সহকারী অধ্যাপক মো. রফিকুল ইসলাম (ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট), অধ্যাপক ড. শাহজাহান মন্ডল (আইন), সহকারী অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন (পরিসংখ্যান)।
পরবর্তীতে, নির্বাচিত ১৫ জন প্রতিনিধিদের সভার মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদে মনোনয়ন দেয়া হবে বলে জানা গেছে।