ইবিতে সোমবারে পুনরায় সশরীরে শরীরে ক্লাস কার্যক্রম চালু
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) করোনা মহামারী ও বৈশ্বিক পরিস্থিতির কারণে সরকারি নির্দেশনা মোতাবেক ২৫ শতাংশ বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে চালু হওয়া অনলাইন ক্লাস কার্যক্রম বন্ধ করে পুনরায় সশরীরে ক্লাস পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ.এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আদিষ্ট হয়ে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২২.০১.২০২৪ থেকে পূর্ব নির্ধারিত সোমবারের Online Class সশরীরে চলবে এবং পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ.এম আলী হাসান বলেন, ২৫ শতাংশ বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে আমাদের সোমবারের অনলাইন পাঠদান কার্যক্রম চালু ছিলো। এখন দেখা যাচ্ছে নিয়মিত অনলাইন ক্লাসগুলো হচ্ছে না। এছাড়াও সাপ্তাহিক দুইদিন ছুটি থাকায় শিক্ষার্থীরা প্রকৃতপক্ষে উপকারী হচ্ছে না। তাই শিক্ষার্থীদের বৃহৎ স্বার্থের কথা চিন্তা করে পুনরায় অফলাইন ক্লাসে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
উল্লেখ্য, গত ৩০ জুলাই ২০২৩ থেকে বিশ্ববিদ্যালয়ের ব্যয় ২৫% সাশ্রয়ের লক্ষ্যে সপ্তাহে একদিন সোমবার সকল প্রকার ক্লাস কার্যক্রম অনলাইনে চলমান ছিলো এবং সোমবার সকল প্রকার পরীক্ষা বন্ধ ছিলো।