ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

ইবির ইইই বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ুন, সম্পাদক সাইফুদ্দিন

ওয়াসিফ আল আবরার, ইবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রকৌশল অনুষদের অন্তর্ভুক্ত ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে ১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বর্তমান অধ্যাপক ড. হুমায়ুন কবিরকে সভাপতি এবং ১৯৯৭-৯৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইফুদ্দিন খান চৌধুরীকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

অধ্যাপক ড. মো: মনজুরুল হক ও অধ্যাপক ড. মো: মাহবুবর রহমানের সহযোগিতায় নির্বাচন কমিশন অধ্যাপক ড. কে.এম. আব্দুস ছোবাহানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে খসড়া গঠনতন্ত্রের উপর ভিত্তি করে ৯ মার্চ থেকে কার্যকর এই কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি হিসেবে শেখ মো: রফিকুল ইসলাম (১৯৯৫-৯৬), মো: মোকাদ্দেস হানিফ টলিন (১৯৯৬-৯৭) ও অধ্যাপক ড. মোছা: জান্নাতুল ফেরদৌস (১৯৯৮-৯৯), যুগ্ম সম্পাদক হিসেবে মো: গোলাম শাহিনুর রহমান (১৯৯৯-২০০০) ও অধ্যাপক ডা: মো: খালিদ হোসেন জুয়েল (২০০০-০১), রিসার্চ এন্ড এক্সিলেন্স ড. মো: খালিদ হোসেন (২০০৪-০৫) এবং কোষাধ্যক্ষ হিসেবে ১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষের মো: আব্দুর রাজ্জাক নির্বাচিত হয়েছেন।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে মোহাম্মদ আবদুস সালাম , রোকসানা পারভীন শিমুল, মো: শাহ আলম, আসিফ মোহাম্মদ আশিক, মো: শফিকুর রহমান, এ কে এম নাজমুল হক, মো: আশরাফুল ইসলাম টরিত , মো: আবু হানিফ , সালমান আহমেদ, তমাশ্রী সাহা , আবু জার গিফারি এবং হুমাইরা আহমেদ বৃষ্টি মনোনীত হয়েছেন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাইফুদ্দিন খান চৌধুরী বলেন, অ্যালামনাই মূলত শিক্ষার্থীদের জন্য গঠিত। শিক্ষার্থীরা কিভাবে ভালো একটা পজিশনে যেতে পারবে তা নিয়েই অ্যালামনাই কাজ করে। আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইয়ের সাথে সমন্বয় রেখে কমিউনিকেশন স্কিল ডেভেলপ করানোর চেষ্টা করবো। একইসাথে বিভাগের বিভিন্ন কাজে পরামর্শ ও সহযোগিতা করার চেষ্টা করবো। রোজার ছুটির পর আমাদের কার্যক্রম শুরু হবে।

নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মো: হুমায়ুন কবির বলেন, দীর্ঘ ২৮ বছর পর আমরা অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করেছি। প্রথমত, বিভাগীয় শিক্ষার্থীকে চাকরির ক্ষেত্রে বা বিদেশে পাঠদানে সহযোগিতা করা। দ্বিতীয়ত, যুগের সাথে তাল মিলিয়ে বিভাগটি ৩ বার পরিবর্তন করা হয়েছে তাই বিভাগের সাথে কাজ করে সমন্বয় করার চেষ্টা করব। তৃতীয়ত, ইঞ্জিনিয়ারিং বিভাগ হিসেবে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের স্বীকৃতিটা গুরুত্বপূর্ণ। যেহেতু এটি একটি আর্থিক প্রজেক্টের দীর্ঘ প্রক্রিয়া, আমরা অ্যালামনাই অ্যাসোসিয়েশন বিভাগের সাথে কাজ করে স্বীকৃতি নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৫১:২৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪
১৫৬ বার পড়া হয়েছে

ইবির ইইই বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ুন, সম্পাদক সাইফুদ্দিন

আপডেট সময় ০৭:৫১:২৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রকৌশল অনুষদের অন্তর্ভুক্ত ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে ১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বর্তমান অধ্যাপক ড. হুমায়ুন কবিরকে সভাপতি এবং ১৯৯৭-৯৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইফুদ্দিন খান চৌধুরীকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

অধ্যাপক ড. মো: মনজুরুল হক ও অধ্যাপক ড. মো: মাহবুবর রহমানের সহযোগিতায় নির্বাচন কমিশন অধ্যাপক ড. কে.এম. আব্দুস ছোবাহানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে খসড়া গঠনতন্ত্রের উপর ভিত্তি করে ৯ মার্চ থেকে কার্যকর এই কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি হিসেবে শেখ মো: রফিকুল ইসলাম (১৯৯৫-৯৬), মো: মোকাদ্দেস হানিফ টলিন (১৯৯৬-৯৭) ও অধ্যাপক ড. মোছা: জান্নাতুল ফেরদৌস (১৯৯৮-৯৯), যুগ্ম সম্পাদক হিসেবে মো: গোলাম শাহিনুর রহমান (১৯৯৯-২০০০) ও অধ্যাপক ডা: মো: খালিদ হোসেন জুয়েল (২০০০-০১), রিসার্চ এন্ড এক্সিলেন্স ড. মো: খালিদ হোসেন (২০০৪-০৫) এবং কোষাধ্যক্ষ হিসেবে ১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষের মো: আব্দুর রাজ্জাক নির্বাচিত হয়েছেন।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে মোহাম্মদ আবদুস সালাম , রোকসানা পারভীন শিমুল, মো: শাহ আলম, আসিফ মোহাম্মদ আশিক, মো: শফিকুর রহমান, এ কে এম নাজমুল হক, মো: আশরাফুল ইসলাম টরিত , মো: আবু হানিফ , সালমান আহমেদ, তমাশ্রী সাহা , আবু জার গিফারি এবং হুমাইরা আহমেদ বৃষ্টি মনোনীত হয়েছেন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাইফুদ্দিন খান চৌধুরী বলেন, অ্যালামনাই মূলত শিক্ষার্থীদের জন্য গঠিত। শিক্ষার্থীরা কিভাবে ভালো একটা পজিশনে যেতে পারবে তা নিয়েই অ্যালামনাই কাজ করে। আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইয়ের সাথে সমন্বয় রেখে কমিউনিকেশন স্কিল ডেভেলপ করানোর চেষ্টা করবো। একইসাথে বিভাগের বিভিন্ন কাজে পরামর্শ ও সহযোগিতা করার চেষ্টা করবো। রোজার ছুটির পর আমাদের কার্যক্রম শুরু হবে।

নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মো: হুমায়ুন কবির বলেন, দীর্ঘ ২৮ বছর পর আমরা অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করেছি। প্রথমত, বিভাগীয় শিক্ষার্থীকে চাকরির ক্ষেত্রে বা বিদেশে পাঠদানে সহযোগিতা করা। দ্বিতীয়ত, যুগের সাথে তাল মিলিয়ে বিভাগটি ৩ বার পরিবর্তন করা হয়েছে তাই বিভাগের সাথে কাজ করে সমন্বয় করার চেষ্টা করব। তৃতীয়ত, ইঞ্জিনিয়ারিং বিভাগ হিসেবে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের স্বীকৃতিটা গুরুত্বপূর্ণ। যেহেতু এটি একটি আর্থিক প্রজেক্টের দীর্ঘ প্রক্রিয়া, আমরা অ্যালামনাই অ্যাসোসিয়েশন বিভাগের সাথে কাজ করে স্বীকৃতি নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব।