ইবির খালেদা জিয়া হলে বিদায়ী সংবর্ধনা
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) খালেদা জিয়া হলে ২০১৬-১৭ এবং ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা এবং অভ্যর্থনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসের সন্ধ্যায় নেচে গেয়ে বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। শুরুতেই ফানুস উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। সভাপতিত্ব করেন হল প্রভোস্ট অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাঁথি। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মাহবুবা সিদ্দিক।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে সংবর্ধনা গ্রহন করেন ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সাজেদা আকতার জলি। ২০১৭-১৮ শিক্ষাবর্ষের পক্ষ থেকে সংবর্ধনা গ্রহণ করেন হায়াতে জান্নাত এবং ২০১৬-১৭ শিক্ষাবর্ষের পক্ষ থেকে সংবর্ধনা গ্রহন করেন প্রমি।
সেই সাথে সর্বোচ্চ সিজিপিএ অর্জন করে প্রভোস্ট অ্যাওয়ার্ড পান বায়োটেকনোলজি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আঞ্জুমান। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, আমরা চাই স্বপ্নের বাংলাদেশ গড়তে যার প্রতিনিধিত্ব করবেন আপনারা শিক্ষার্থীরা। আমরা আপনাদের বিদায় দিচ্ছিনা বরং বাংলাদেশকে গড়ে তুলতে আপনাদের সামনে এগিয়ে দিচ্ছি। নবীন শিক্ষার্থীদের ক্ষেত্রেও আমরা সেই আশাবাদ রাখছি।