ঢাকা ১০:২২ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ইবির জিয়া হল ছাত্রলীগের কর্মীসভায় কেন্দ্রীয় সম্পাদক ইনান

ওয়াসিফ আল আবরার, ইবি

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের অন্তর্গত ইউনিট শহীদ জিয়াউর রহমান হল ছাত্রলীগের কর্মীসভায় বক্তব্য রেখেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

বুধবার (১৩ ডিসেম্বর) রাত ১০ টার দিকে জিয়া হলের হলরুমে আয়োজিত কর্মীসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এই কেন্দ্রীয় নেতা।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের সভাপতিত্বে ও জিয়া হল ছাত্রলীগের কর্মী কামাল হোসেনের সঞ্চালনায় কর্মসভায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়।

বক্তব্যে ইনান বলেন, আসছে আগামী ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের রাজনীতির গুরুত্বপূর্ণ একটি অংশ। এ নির্বাচনের পূর্বে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা শান্তি, সমৃদ্ধি ডিজিটাল অগ্রযাত্রার বাংলাদেশ দেখতে চাই নাকি জঙ্গিবাদ, মৌলবাদী দেশ হিসেবে দেখতে চাই।

যদি শান্তির পক্ষে থাকতে চাই, সমৃদ্ধির পক্ষে থাকতে চাই, উন্নয়নের পক্ষে থাকতে চাই তাহলে গণতান্ত্রিক পন্থার যে নির্বাচন আগামী ৭ই জানুয়ারি অনুষ্ঠিত হবে সে নির্বাচনে নৌকা মার্কা কে বিজয়ী করার মাধ্যমে দেশরত্ন শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে হবে।

আসন্ন নির্বাচনকে নিয়মতান্ত্রিকভাবে সম্পন্ন করতে এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনকে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে আপনাদের সবাইকে ভোটারদের ভোটকেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করতে হবে এবং নৌকাকে বিজয়ী করে ঘরে ফিরতে হবে।

উল্লেখ্য, বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার কার্যক্রমকে গতিশীল করতে সপ্তাহব্যাপী বিভিন্ন হল ইউনিট ছাত্রলীগের কর্মীসভার অংশ হিসেবে এদিন লালন শাহ হল ও শহীদ জিয়া রহমান হলের হলরুমে ছাত্রলীগের কর্মীসভা আয়োজিত হয়েছিল। এটা শাখা ছাত্রলীগের সভাপতি সম্পাদক ছাড়াও বিভিন্ন হল ছাত্রলীগের নেতৃবৃন্দ ও দুই শতাধিক কর্মী উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:১৭:১২ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩
৪৮২ বার পড়া হয়েছে

ইবির জিয়া হল ছাত্রলীগের কর্মীসভায় কেন্দ্রীয় সম্পাদক ইনান

আপডেট সময় ০৫:১৭:১২ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের অন্তর্গত ইউনিট শহীদ জিয়াউর রহমান হল ছাত্রলীগের কর্মীসভায় বক্তব্য রেখেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

বুধবার (১৩ ডিসেম্বর) রাত ১০ টার দিকে জিয়া হলের হলরুমে আয়োজিত কর্মীসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এই কেন্দ্রীয় নেতা।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের সভাপতিত্বে ও জিয়া হল ছাত্রলীগের কর্মী কামাল হোসেনের সঞ্চালনায় কর্মসভায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়।

বক্তব্যে ইনান বলেন, আসছে আগামী ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের রাজনীতির গুরুত্বপূর্ণ একটি অংশ। এ নির্বাচনের পূর্বে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা শান্তি, সমৃদ্ধি ডিজিটাল অগ্রযাত্রার বাংলাদেশ দেখতে চাই নাকি জঙ্গিবাদ, মৌলবাদী দেশ হিসেবে দেখতে চাই।

যদি শান্তির পক্ষে থাকতে চাই, সমৃদ্ধির পক্ষে থাকতে চাই, উন্নয়নের পক্ষে থাকতে চাই তাহলে গণতান্ত্রিক পন্থার যে নির্বাচন আগামী ৭ই জানুয়ারি অনুষ্ঠিত হবে সে নির্বাচনে নৌকা মার্কা কে বিজয়ী করার মাধ্যমে দেশরত্ন শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে হবে।

আসন্ন নির্বাচনকে নিয়মতান্ত্রিকভাবে সম্পন্ন করতে এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনকে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে আপনাদের সবাইকে ভোটারদের ভোটকেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করতে হবে এবং নৌকাকে বিজয়ী করে ঘরে ফিরতে হবে।

উল্লেখ্য, বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার কার্যক্রমকে গতিশীল করতে সপ্তাহব্যাপী বিভিন্ন হল ইউনিট ছাত্রলীগের কর্মীসভার অংশ হিসেবে এদিন লালন শাহ হল ও শহীদ জিয়া রহমান হলের হলরুমে ছাত্রলীগের কর্মীসভা আয়োজিত হয়েছিল। এটা শাখা ছাত্রলীগের সভাপতি সম্পাদক ছাড়াও বিভিন্ন হল ছাত্রলীগের নেতৃবৃন্দ ও দুই শতাধিক কর্মী উপস্থিত ছিলেন।