ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

ইবির ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯৩ শতাংশ

ওয়াসিফ আল আবরার, ইবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় ‘ডি’ ইউনিট তথা ধর্মতত্ত্ব অনুষদের ভর্তি পরীক্ষা সমাপ্ত হয়েছে। আজকের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ছিলো ৯৩ শতাংশ।

 

শনিবার (১১ মে) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দুইটি একাডেমিক ভবনে স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এ বছরের মতো ভর্তি পরীক্ষা সমাপ্ত হয়। এদিন ৩২০ আসনের বিপরীতে আবেদনকারী ১ হাজার ৯০৬ জন শিক্ষার্থীর মধ্যে ১ হাজার ৭৭৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন যার শতকরা হার ৯৩ শতাংশ। দুপুর ২টায় সাংবাদিকদের কাছে এই তথ্য নিশ্চিত করেন ধর্মতত্ত্ব অনুষদের ডীন ও পরীক্ষার সমন্বয়ক ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশরাফী।

 

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র ভর্তি পরীক্ষা চলাকালে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসানসহ পরিদর্শন টীমের সদস্যবৃন্দ পরীক্ষার হল পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ইবি উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, আপনারা সংবাদকর্মীরা তো সব পর্যবেক্ষণ করেছেন। কোনো রকম অসংগতি ছাড়াই অত্যন্ত সুষ্ঠু, সুন্দরভাবে পরীক্ষা গুলো সম্পন্ন হয়েছে। বিশেষ করে ধর্মতত্ত্ব অনুষদের পরীক্ষাটা যেটা এখন চলছে তা ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিচিতির কারণ। এখন আমাদের লক্ষ্য এই সেশন নিয়ে ভাবা যেন সুষ্ঠুভাবে দ্রুত একাডেমিক কার্যক্রম চালু করতে পারি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৫৪:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪
৮৪ বার পড়া হয়েছে

ইবির ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯৩ শতাংশ

আপডেট সময় ০৭:৫৪:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় ‘ডি’ ইউনিট তথা ধর্মতত্ত্ব অনুষদের ভর্তি পরীক্ষা সমাপ্ত হয়েছে। আজকের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ছিলো ৯৩ শতাংশ।

 

শনিবার (১১ মে) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দুইটি একাডেমিক ভবনে স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এ বছরের মতো ভর্তি পরীক্ষা সমাপ্ত হয়। এদিন ৩২০ আসনের বিপরীতে আবেদনকারী ১ হাজার ৯০৬ জন শিক্ষার্থীর মধ্যে ১ হাজার ৭৭৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন যার শতকরা হার ৯৩ শতাংশ। দুপুর ২টায় সাংবাদিকদের কাছে এই তথ্য নিশ্চিত করেন ধর্মতত্ত্ব অনুষদের ডীন ও পরীক্ষার সমন্বয়ক ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশরাফী।

 

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র ভর্তি পরীক্ষা চলাকালে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসানসহ পরিদর্শন টীমের সদস্যবৃন্দ পরীক্ষার হল পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ইবি উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, আপনারা সংবাদকর্মীরা তো সব পর্যবেক্ষণ করেছেন। কোনো রকম অসংগতি ছাড়াই অত্যন্ত সুষ্ঠু, সুন্দরভাবে পরীক্ষা গুলো সম্পন্ন হয়েছে। বিশেষ করে ধর্মতত্ত্ব অনুষদের পরীক্ষাটা যেটা এখন চলছে তা ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিচিতির কারণ। এখন আমাদের লক্ষ্য এই সেশন নিয়ে ভাবা যেন সুষ্ঠুভাবে দ্রুত একাডেমিক কার্যক্রম চালু করতে পারি।