ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ইবির নতুন ছাত্র উপদেষ্টা হলেন ড. বাকী বিল্লাহ

ওয়াসিফ আল আবরার, ইবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন ছাত্র উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল। এতদিন তিনি বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

শনিবার (৩০ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়৷

এতে বলা হয়, “ছাত্র উপদেষ্টা হিসেবে নিয়োগপ্রাপ্ত হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. শেলিনা নাসরীন এর মেয়াদ আগামী ২৯/০৩/২০২৪ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো এবং ৩০/০৩/২০২৪ তারিখ থেকে টিএসসিসির পরিচালকের দায়িত্ব থেকে বাংলা বিভাগের অধ্যাপক ড. বাকী বিল্লাহ-কে অব্যাহতি প্রদান করে ৩০/০৩/২০২৪ তারিখ থেকে তাঁকে পরবর্তী ০১ (এক) বছরের জন্য ছাত্র উপদেষ্টা হিসেবে উপাচার্য মহোদয় নিয়োগদান করেছেন। এ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক সুযোগ সুবিধা পাবেন।”

নবনিযুক্ত ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. বাকীবিল্লাহ বিকুল বলেন, আমাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে বর্তমানে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে একটা দূরত্ব পরিলক্ষিত হচ্ছে। সেই দূরত্ব কমিয়ে আনার পাশাপাশি তাদের সঙ্গে বন্ধন এবং বন্ধুত্ব প্রতিষ্ঠা করাই আমার মূল লক্ষ্য।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:১১:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪
২০৫ বার পড়া হয়েছে

ইবির নতুন ছাত্র উপদেষ্টা হলেন ড. বাকী বিল্লাহ

আপডেট সময় ০৯:১১:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন ছাত্র উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল। এতদিন তিনি বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

শনিবার (৩০ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়৷

এতে বলা হয়, “ছাত্র উপদেষ্টা হিসেবে নিয়োগপ্রাপ্ত হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. শেলিনা নাসরীন এর মেয়াদ আগামী ২৯/০৩/২০২৪ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো এবং ৩০/০৩/২০২৪ তারিখ থেকে টিএসসিসির পরিচালকের দায়িত্ব থেকে বাংলা বিভাগের অধ্যাপক ড. বাকী বিল্লাহ-কে অব্যাহতি প্রদান করে ৩০/০৩/২০২৪ তারিখ থেকে তাঁকে পরবর্তী ০১ (এক) বছরের জন্য ছাত্র উপদেষ্টা হিসেবে উপাচার্য মহোদয় নিয়োগদান করেছেন। এ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক সুযোগ সুবিধা পাবেন।”

নবনিযুক্ত ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. বাকীবিল্লাহ বিকুল বলেন, আমাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে বর্তমানে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে একটা দূরত্ব পরিলক্ষিত হচ্ছে। সেই দূরত্ব কমিয়ে আনার পাশাপাশি তাদের সঙ্গে বন্ধন এবং বন্ধুত্ব প্রতিষ্ঠা করাই আমার মূল লক্ষ্য।