ইবির শিক্ষক সমিতির নির্বাচন ১৯ ডিসেম্বর
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতি’র কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৩ আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে ৬ টি পদের জন্য ১৬ জন প্রার্থী মনোনীত করা হবে বলে তফসিলে ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে নির্বাচনের রিটার্নিং অফিসার অধ্যাপক মোঃ মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আগামী ৫ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং ৬ ডিসেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। পরবর্তীতে ১০ ডিসেম্বর মনোনয়নপত্র বিতরণ করে ১২ ডিসেম্বর মনোনয়ন পত্র জমা নেওয়া হবে এবং ওইদিন ই মনোনয়নপত্র যাচাই বাছাই করে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। কেও প্রার্থীতা প্রত্যাহার করতে চাইলে লিখিত আবেদনের মাধ্যমে ১৩ ডিসেম্বর দুপুর ১ টার মধ্যে করতে পারবেন। একইদিন দুপুর ২ টায় চুড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশিত হবে।
সকল প্রক্রিয়া সম্পন্নের পর ১৯ ডিসেম্বর সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে অনুষদ ভবনের ৪২৭ নং কক্ষে ভোটগ্রহণ করা হবে এবং বিকেল ৩ টায় ভোট গননা শুরু হবে।
এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক মোঃ মিজানুর রহমান বলেন, সফলভাবে নির্বাচন সম্পন্নের জন্য আমরা কাজ করবো। আজকে নির্বাচন তফসিল ঘোষণা করা হয়েছে। মনোনয়ন পত্র বিতরণ, যাচাই-বাছাই, প্রার্থীতা চূড়ান্ত হওয়ার পরে নির্বাচন অনুষ্ঠিত হবে।