এই নির্বাচনে ভোটাররা আওয়ামী লীগকে বোল্ড আউট করবে
নির্বাচন বর্জনে, লিফলেট বিতরণ ও প্রতিবাদ রেলি করেছে বোয়ালী ইউনিয়ন শাখার ছাত্রদল
ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জনমত তৈরির লক্ষ্যে গাইবান্ধা সদর উপজেলাধীন বোয়ালী ইউনিয়ন শাখা ছাত্রদলের আয়োজনে, বোয়ালী ইউনিয়ন শাখা ছাত্রদলের অন্যতম ছাত্রনেতা তারেক মিয়া ও আকাশ মিয়ার নেতৃত্বে, সোমবার বিকেলবেলা বোয়ালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করেছেন বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দরা।
এসময় উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক খালিদ হাসান, গাইবান্ধা জেলা শাখা তারেক জিয়ার প্রজন্ম দলের সহ-সভাপতি বাদশা মিয়া প্রমুখ।
এ সময় উপস্থিত বক্তারা আওয়ামী লীগের লোকদেখানো ৭ তারিখের নির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান জানান । আর এমন টা হলে আওয়ামী লীগকে ভোটাররা বোল্ড আউট করবে বলে মন্তব্য করেন।