ঢাকা ০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

একুশে বইমেলায় গাজী মোহাম্মদ এনামুল হকের প্রবন্ধগ্রন্থ ‘আমাদের প্রকৃতি ও পরিবেশ দূষণ’

মামুনর রশীদ রাজু, ব্যুরো চিফ (খুলনা)

 

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে শিক্ষক ও লেখক গাজী মোহাম্মদ এনামুল হকের প্রবন্ধগ্রন্থ ‘আমাদের প্রকৃতি ও পরিবেশ দূষণ’।

গাজী মোহাম্মদ এনামুল হক শিক্ষকতার পাশাপাশি পরিবেশবান্ধব বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত। তিনি পরিবেশ সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লেখালেখিও করে থাকেন। এভাবে তার নিজের জানা-দেখার ভেতর দিয়ে অর্জিত জ্ঞান ও তথ্য থেকেই মূলত ‘আমাদের প্রকৃতি ও পরিবেশ দূষণ’ বইটি লিখিত বলে তিনি জানান।

লেখক বলেন, “মনীষীগণ পরিবেশের ভারসাম্যহীনতা অনুভব করে বার বার মানবজাতিকে সতর্ক করে আসছেন। কিন্তু, পরিতাপের বিষয় দেশে নামকাওয়াস্তে বছরে একদিন ঘটা করে ‘পরিবেশ দিবস’ উদযাপন মূলত চোখে পড়ে, বছরব্যাপী বড় কোনো কার্যক্রম চোখে পড়ে না। অথচ, ভীষণ ২০২১, ২০৪১ এবং ডেল্টা ২০৭১ বাস্তবায়নে টেকসই উন্নয়ন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। সরকার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে দরকার পরিবেশবান্ধব সুদুরপ্রসারী পরিকল্পনা এবং তার বাস্তবায়ন। পাশাপাশি দরকার আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে সাসটেইনেবল গোল অর্জন। দরকার মানব সচেতনতা। আমার এই বইটি পরিবেশ বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে।”

গ্রন্থটি প্রকাশ করেছে পারফেক্ট পাবলিকেশন্স, বাংলাবাজার, ঢাকা। পরিবেশক জিনিয়াস পাবলিকেশন্স, বাংলাবাজার, ঢাকা। প্রচ্ছদ মা গ্রাফিক্স। পৃষ্ঠা সংখ্যা ১২৪। বিনিময় মূল্য ২৫০ টাকা। পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলার ৩ নম্বর স্টলে।

গাজী মোহাম্মদ এনামুল হক সদ্য-জাতীয়কৃত সরকারি ফুলতলা মহিলা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে ২০০৪ সাল থেকে কর্মরত। তিনি শিক্ষকতার সাথে সাথে দৈনিক পত্রিকা, শিক্ষা বিষয়ক অনলাইন, পরিবেশবিষয়ক পত্রিকা ও বিভিন্ন জার্নালে লেখালেখি করে থাকেন। এটি লেখকের দ্বিতীয় গ্রন্থ। এর আগে তার ‘আধুনিক হোমিওপ্যাথিক ফার্মেসি ও ফার্মাকোপিয়া’ নামের বইটি ২০২৩ সালে প্রকাশিত হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:২৯:৩০ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪
১৬৬ বার পড়া হয়েছে

একুশে বইমেলায় গাজী মোহাম্মদ এনামুল হকের প্রবন্ধগ্রন্থ ‘আমাদের প্রকৃতি ও পরিবেশ দূষণ’

আপডেট সময় ০১:২৯:৩০ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪

 

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে শিক্ষক ও লেখক গাজী মোহাম্মদ এনামুল হকের প্রবন্ধগ্রন্থ ‘আমাদের প্রকৃতি ও পরিবেশ দূষণ’।

গাজী মোহাম্মদ এনামুল হক শিক্ষকতার পাশাপাশি পরিবেশবান্ধব বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত। তিনি পরিবেশ সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লেখালেখিও করে থাকেন। এভাবে তার নিজের জানা-দেখার ভেতর দিয়ে অর্জিত জ্ঞান ও তথ্য থেকেই মূলত ‘আমাদের প্রকৃতি ও পরিবেশ দূষণ’ বইটি লিখিত বলে তিনি জানান।

লেখক বলেন, “মনীষীগণ পরিবেশের ভারসাম্যহীনতা অনুভব করে বার বার মানবজাতিকে সতর্ক করে আসছেন। কিন্তু, পরিতাপের বিষয় দেশে নামকাওয়াস্তে বছরে একদিন ঘটা করে ‘পরিবেশ দিবস’ উদযাপন মূলত চোখে পড়ে, বছরব্যাপী বড় কোনো কার্যক্রম চোখে পড়ে না। অথচ, ভীষণ ২০২১, ২০৪১ এবং ডেল্টা ২০৭১ বাস্তবায়নে টেকসই উন্নয়ন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। সরকার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে দরকার পরিবেশবান্ধব সুদুরপ্রসারী পরিকল্পনা এবং তার বাস্তবায়ন। পাশাপাশি দরকার আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে সাসটেইনেবল গোল অর্জন। দরকার মানব সচেতনতা। আমার এই বইটি পরিবেশ বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে।”

গ্রন্থটি প্রকাশ করেছে পারফেক্ট পাবলিকেশন্স, বাংলাবাজার, ঢাকা। পরিবেশক জিনিয়াস পাবলিকেশন্স, বাংলাবাজার, ঢাকা। প্রচ্ছদ মা গ্রাফিক্স। পৃষ্ঠা সংখ্যা ১২৪। বিনিময় মূল্য ২৫০ টাকা। পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলার ৩ নম্বর স্টলে।

গাজী মোহাম্মদ এনামুল হক সদ্য-জাতীয়কৃত সরকারি ফুলতলা মহিলা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে ২০০৪ সাল থেকে কর্মরত। তিনি শিক্ষকতার সাথে সাথে দৈনিক পত্রিকা, শিক্ষা বিষয়ক অনলাইন, পরিবেশবিষয়ক পত্রিকা ও বিভিন্ন জার্নালে লেখালেখি করে থাকেন। এটি লেখকের দ্বিতীয় গ্রন্থ। এর আগে তার ‘আধুনিক হোমিওপ্যাথিক ফার্মেসি ও ফার্মাকোপিয়া’ নামের বইটি ২০২৩ সালে প্রকাশিত হয়।