ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

এমপি আবদুল হাই-এর সুস্থতা কামনায় ইবি ছাত্রলীগের দোয়া

ওয়াসিফ আল আবরার, ইবি

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক প্রতিমন্ত্রী ও ঝিনাইদহ-১ (শৈলকূপা উপজেলা) আসনের ৫ বারের নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) বাদ এশায় বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হল মসজিদে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়। এসময় শাখা ছাত্রলীগের কর্মী শাহিন, হাফিজসহ লালন শাহ হল ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের শতাধিক কর্মী উপস্থিত ছিলেন।

 

সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, বাংলাদেশের ইতিহাসে এমন উদাহরণ নেই যে পাঁচ বারের সংসদ সদস্যের টাকা নেই, জমি বিক্রি করে চিকিৎসা করাতে হচ্ছে। এমনই একজন সৎ মানুষ আব্দুল হাই, এখন মৃত্যুর সাথে লড়ছেন। গণমানুষের ভালোবাসা নিয়ে তিনি এতদিন মানুষের পাশে থেকেছেন। আজ তিনি মৃত্যুসজ্জায়। আমি আপনাদের সবার কাছে তাঁর সুস্থতা চেয়ে দোয়া প্রার্থী।

উল্লেখ্য, নিউমোনিয়া ও লিভারের সমস্যায় আক্রান্ত হয়ে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই বর্তমানে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকরের বামরুনগ্রাদ আন্তর্জাতিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইতোপূর্বে তিনি ঢাকার ল্যাব এইড হাসপাতালের সিসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে এয়ার এম্বুলেন্সে থাইল্যান্ডে নিয়ে যাওয়া হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৪৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪
১৪৪ বার পড়া হয়েছে

এমপি আবদুল হাই-এর সুস্থতা কামনায় ইবি ছাত্রলীগের দোয়া

আপডেট সময় ১০:৪৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক প্রতিমন্ত্রী ও ঝিনাইদহ-১ (শৈলকূপা উপজেলা) আসনের ৫ বারের নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) বাদ এশায় বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হল মসজিদে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়। এসময় শাখা ছাত্রলীগের কর্মী শাহিন, হাফিজসহ লালন শাহ হল ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের শতাধিক কর্মী উপস্থিত ছিলেন।

 

সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, বাংলাদেশের ইতিহাসে এমন উদাহরণ নেই যে পাঁচ বারের সংসদ সদস্যের টাকা নেই, জমি বিক্রি করে চিকিৎসা করাতে হচ্ছে। এমনই একজন সৎ মানুষ আব্দুল হাই, এখন মৃত্যুর সাথে লড়ছেন। গণমানুষের ভালোবাসা নিয়ে তিনি এতদিন মানুষের পাশে থেকেছেন। আজ তিনি মৃত্যুসজ্জায়। আমি আপনাদের সবার কাছে তাঁর সুস্থতা চেয়ে দোয়া প্রার্থী।

উল্লেখ্য, নিউমোনিয়া ও লিভারের সমস্যায় আক্রান্ত হয়ে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই বর্তমানে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকরের বামরুনগ্রাদ আন্তর্জাতিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইতোপূর্বে তিনি ঢাকার ল্যাব এইড হাসপাতালের সিসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে এয়ার এম্বুলেন্সে থাইল্যান্ডে নিয়ে যাওয়া হয়।