ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

ওয়াশিংটন ডিসিতে মুখোমুখি বাইডেন-জেলেনস্কি

নিজস্ব সংবাদ

আটকে থাকা ৬ হাজার কোটি ডলার মূল্যের মার্কিন প্রতিরক্ষা সহায়তা প্যাকেজের অনুমোদন ত্বরান্বিত করায় তেমন কোনও সুবিধা করতে পারেননি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ সহায়তা অনুমোদনের জন্য চাপ দিতে মঙ্গলবার (১২ ডিসেম্বর) ওয়াশিংটন ডিসিতে উভয় পক্ষের নেতাদের সঙ্গে দেখা করেছিলেন তিনি। তবে অভ্যন্তরীণ মার্কিন রাজনৈতিক অচলাবস্থার মুখে কোনও অগ্রগতি করতে পারেননি জেলেনস্কি। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য জানিয়েছে।

মঙ্গলবার ওয়াশিংটনে তার তৃতীয় সফরে উভয় পক্ষের নেতাদের সঙ্গে দেখা করার পর হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাত করেন জেলেনস্কি। এসময় ইউক্রেনের প্রতি তার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন বাইডেন।

তবে এ তহবিল অনুমোদনের জন্য যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের বারবার আহ্বান জানিয়ে এখনও সফল হতে পারেননি মার্কিন এ প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত সুরক্ষা নীতিতে পরিবর্তনের জন্য রিপাবলিকানদের দাবির মুখে সহায়তা প্যাকেজটি আটকে আছে।

রিপাবলিকানরা বলছে, তাদের কাছে জাতীয় সুরক্ষার বিষয়টি সবার উর্ধ্বে। আগে নিজ দেশের সীমান্তের সুরক্ষা নিশ্চিত করতে হবে। তাদের যে দাবি তা এখনও আমলে নেননি বাইডেন।

কংগ্রেসে রিপাবলিকানরা জোর দিয়ে বলছেন, ইউক্রেনকে আরও সহায়তা দেওয়াকে তারা তখনই সমর্থন করবে যদি এটি ব্যাপক অভিবাসন সংস্কারের সঙ্গে যুক্ত হয়। তবে রিপাবলিকানদের এমন দাবিকে অগ্রহণযোগ্য হিসেবে দেখছেন ডেমোক্র্যাটরা।

এদিকে, ইউক্রেনের জন্য প্রতিরক্ষা সহায়তা প্যাকেজ অনুমোদন বিষয়ে আনুষ্ঠানিকভাবে আলোচনা করতে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর নেতাদের জড়ো হওয়ার কথা রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৪৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩
২৪৬ বার পড়া হয়েছে

ওয়াশিংটন ডিসিতে মুখোমুখি বাইডেন-জেলেনস্কি

আপডেট সময় ০৯:৪৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩

আটকে থাকা ৬ হাজার কোটি ডলার মূল্যের মার্কিন প্রতিরক্ষা সহায়তা প্যাকেজের অনুমোদন ত্বরান্বিত করায় তেমন কোনও সুবিধা করতে পারেননি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ সহায়তা অনুমোদনের জন্য চাপ দিতে মঙ্গলবার (১২ ডিসেম্বর) ওয়াশিংটন ডিসিতে উভয় পক্ষের নেতাদের সঙ্গে দেখা করেছিলেন তিনি। তবে অভ্যন্তরীণ মার্কিন রাজনৈতিক অচলাবস্থার মুখে কোনও অগ্রগতি করতে পারেননি জেলেনস্কি। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য জানিয়েছে।

মঙ্গলবার ওয়াশিংটনে তার তৃতীয় সফরে উভয় পক্ষের নেতাদের সঙ্গে দেখা করার পর হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাত করেন জেলেনস্কি। এসময় ইউক্রেনের প্রতি তার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন বাইডেন।

তবে এ তহবিল অনুমোদনের জন্য যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের বারবার আহ্বান জানিয়ে এখনও সফল হতে পারেননি মার্কিন এ প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত সুরক্ষা নীতিতে পরিবর্তনের জন্য রিপাবলিকানদের দাবির মুখে সহায়তা প্যাকেজটি আটকে আছে।

রিপাবলিকানরা বলছে, তাদের কাছে জাতীয় সুরক্ষার বিষয়টি সবার উর্ধ্বে। আগে নিজ দেশের সীমান্তের সুরক্ষা নিশ্চিত করতে হবে। তাদের যে দাবি তা এখনও আমলে নেননি বাইডেন।

কংগ্রেসে রিপাবলিকানরা জোর দিয়ে বলছেন, ইউক্রেনকে আরও সহায়তা দেওয়াকে তারা তখনই সমর্থন করবে যদি এটি ব্যাপক অভিবাসন সংস্কারের সঙ্গে যুক্ত হয়। তবে রিপাবলিকানদের এমন দাবিকে অগ্রহণযোগ্য হিসেবে দেখছেন ডেমোক্র্যাটরা।

এদিকে, ইউক্রেনের জন্য প্রতিরক্ষা সহায়তা প্যাকেজ অনুমোদন বিষয়ে আনুষ্ঠানিকভাবে আলোচনা করতে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর নেতাদের জড়ো হওয়ার কথা রয়েছে।