কাহালুতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
১০ম দফায় ১ম দিন বুধবার দুপুরে অবরোধের সমর্থনে বগুড়ার কাহালু উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এক বিক্ষোভ মিছিল চারমাথা হতে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র ফরিদুর রহমান ফরিদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বীরকেদার ইউপি চেয়ারম্যান ছেলিম উদ্দিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হান্নান, অধ্যক্ষ রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মালঞ্চা ইউপি চেয়ারম্যান নেছার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কাহালু পৌর কাউন্সিলর শাহজাহান আলী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী ভূইয়া, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. শাহাবুদ্দিন, বিএনপিনেতা ফেরদৌস আলম, আলমগীর আলম কামাল, আবুল কালাম আজাদ, শাহিনুর ইসলাম, শফিক তালুকদার, আব্দুর রশিদ, কোরবান আলী, মুনসুর রহমান, আব্দুল আলিম, জিল্লুর রহমান মিন্টু, ইদ্রীস আলী, মাকছুদুর রহমান, আবু তালেব সাকি, মিনু, আব্দুর রশিদ উজ্জল,আবু রায়হান, সৈয়দ সাইফুল ইসলাম, আব্দুল গফুর, সবুর খান, জিয়াউর রহমান