কাহালুতে ভোট গ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে বগুড়ার কাহালু সরকারি কলেজে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত ভোট গ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রিটার্নিং অফিসার ও বগুড়ার জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম।
প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারি রিটানিং অফিসার ও কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোছা. মেরিনা আফরোজ।
অনুষ্ঠনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আব্দুর রশিদ, বগুড়া জেলা সিনিয়র নির্বাচন অফিসার মাহমুদ হাসান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আবু মুসা, বগুড়ার সহকারি পুলিশ সুপার (নন্দীগ্রাম-সার্কেল) ওমর আলী, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা, কাহালু উপজেলা নির্বাচন অফিসার মাহমুদা আকতার, শেরপুর উপজেলা নির্বাচন অফিসার জাকির হোসেন প্রমূখ।