ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় খাজা বাবা মঈনুদ্দীন চিশতী স্মরণে ‘কাওয়ালি রজনী’

মামুনর রশীদ রাজু, ব্যুরো চিফ (খুলনা)

 

খাজা বাবা মঈনুদ্দীন চিশতী স্মরণে খুলনার খালিশপুর হাউজিং বাজারে অনুষ্ঠিত হলো ‘কাওয়ালি রজনী ২০২৪’।

কাওয়ালি মূলত এক প্রকার আধ্যাত্মিক প্রেমবিষয়ক ভক্তিমূলক গান। এবং এ গান সাধারণতঃ ফারসি ও উর্দু ভাষায় রচিত হয়ে থাকে, তবে বাংলা ভাষায়ও কাওয়ালি গান রচিত হয়। বাংলাদেশে সঙ্গীতের এই ধারাটিকে জনপ্রিয় করে তোলেন কবি কাজী নজরুল ইসলাম। সেই ধারাবাহিকতায় কাওয়ালি ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠতে দেখা যায় দেশের বর্তমান তারুণদের মাঝেও এবং খুলনার সংগীত প্রেমীদের মাঝেও যে স্রোত বহমান।

শনিবার রাতের (৩ ফেব্রুয়ারি) ‘কাওয়ালি রজনি ২০২৪’ এর মঞ্চে কাওয়াল মোস্তফা ওয়াসি, কালাম ওয়াসি ও শামীম পারদেশির মনোমুগ্ধ পরিবেশনায় মেতে ছিলেন এলাকাবাসী। ছিলো উপচে পড়া ভিড়। যেন এক সেরা উজ্জল দিনের দেখা পেলো খালিশপুর হাউজিংবাসি। গানপ্রেমীদের সাথে গান শুনতে যুক্ত হয়েছিলেন খুলনা-৩ সংসদ সদস্য এস এম কামাল হোসেন, খুলনা প্যানেল মেয়র-২ খুরশিদ আহম্মেদ টোনা, এবং আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কাওয়ালি গান মূলতঃ মুসলমান সম্প্রদায়ের মধ্যেই অধিক প্রচলিত। একসময় খুলনার উর্দুভাষী এলাকায় কাওয়ালি গানের খুব প্রচলন থাকলেও, গত প্রায় ২৫ বছরের অধিক সময় ধরে কাওয়ালি গানের তেমন উল্ল্যেখযোগ্য আয়োজন চোখে পড়ে না। ভুলতে বসা সেই ঐতিহ্যকে উজ্জীবিত করে তুলতেই ‘কাওয়ালি রজনী ২০২৪’ আয়োজন করা হয়েছে বলেও জানান আয়োজক হারুন, রয়েল এবং তরুণেরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৪৯:৩১ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪
২০৭ বার পড়া হয়েছে

খুলনায় খাজা বাবা মঈনুদ্দীন চিশতী স্মরণে ‘কাওয়ালি রজনী’

আপডেট সময় ১২:৪৯:৩১ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪

 

খাজা বাবা মঈনুদ্দীন চিশতী স্মরণে খুলনার খালিশপুর হাউজিং বাজারে অনুষ্ঠিত হলো ‘কাওয়ালি রজনী ২০২৪’।

কাওয়ালি মূলত এক প্রকার আধ্যাত্মিক প্রেমবিষয়ক ভক্তিমূলক গান। এবং এ গান সাধারণতঃ ফারসি ও উর্দু ভাষায় রচিত হয়ে থাকে, তবে বাংলা ভাষায়ও কাওয়ালি গান রচিত হয়। বাংলাদেশে সঙ্গীতের এই ধারাটিকে জনপ্রিয় করে তোলেন কবি কাজী নজরুল ইসলাম। সেই ধারাবাহিকতায় কাওয়ালি ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠতে দেখা যায় দেশের বর্তমান তারুণদের মাঝেও এবং খুলনার সংগীত প্রেমীদের মাঝেও যে স্রোত বহমান।

শনিবার রাতের (৩ ফেব্রুয়ারি) ‘কাওয়ালি রজনি ২০২৪’ এর মঞ্চে কাওয়াল মোস্তফা ওয়াসি, কালাম ওয়াসি ও শামীম পারদেশির মনোমুগ্ধ পরিবেশনায় মেতে ছিলেন এলাকাবাসী। ছিলো উপচে পড়া ভিড়। যেন এক সেরা উজ্জল দিনের দেখা পেলো খালিশপুর হাউজিংবাসি। গানপ্রেমীদের সাথে গান শুনতে যুক্ত হয়েছিলেন খুলনা-৩ সংসদ সদস্য এস এম কামাল হোসেন, খুলনা প্যানেল মেয়র-২ খুরশিদ আহম্মেদ টোনা, এবং আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কাওয়ালি গান মূলতঃ মুসলমান সম্প্রদায়ের মধ্যেই অধিক প্রচলিত। একসময় খুলনার উর্দুভাষী এলাকায় কাওয়ালি গানের খুব প্রচলন থাকলেও, গত প্রায় ২৫ বছরের অধিক সময় ধরে কাওয়ালি গানের তেমন উল্ল্যেখযোগ্য আয়োজন চোখে পড়ে না। ভুলতে বসা সেই ঐতিহ্যকে উজ্জীবিত করে তুলতেই ‘কাওয়ালি রজনী ২০২৪’ আয়োজন করা হয়েছে বলেও জানান আয়োজক হারুন, রয়েল এবং তরুণেরা।