ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় চারশত মানুষের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি পালন করলো ‘হৃদয়ে খুলনা’

মামুনর রশীদ রাজু, ব্যুরো চিফ (খুলনা)

আদি ঠিকানা খুলনা, তবে বর্তমানে রাজধানী ঢাকায় অবস্থানরত এমন নাগরিকদের সমন্বয়ে গঠিত একটি অলাভজনক ও অরাজনৈতিক এবং জনকল্যাণমুখী সংগঠন ‘হৃদয়ে খুলনা’। সংগঠনটি সম্পূর্ণ নিজেদের চেষ্টায় গত প্রায় দুই বছরের অধিক সময় ধরে প্রান্তিক মানুষের সেবায় বিভিন্নভাবে কাজ করে চলেছে। আজ ছিলো তাদের ইফতার বিতরণ কর্মসূচি।

জনকল্যাণমুখী সংগঠন ‘হৃদয়ে খুলনা’র কর্ণধার শহীদুল ইসলাম শহীদ, স্থানীয় ব্যক্তিবর্গ এবং সংগঠনের সদস্যদের সাথে নিয়ে, আজ মঙ্গলবার (১৯ মার্চ ২০২৪) খুলনার খালিশপুর ও ময়লা পোতায় প্রায় ৪ শতাধিক সাধারণ রোজদার মানুষের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। আয়োজনে সহোযোগিতা করেন নাসির তালুকদার ও বন্ধুরা।

প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর স্বপ্ন বাস্তবায়নে প্রথমেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি গ্রুপ খোলেন শহীদুল ইসলাম শহীদ। সেখানে কাছের কিছু মানুষকে যুক্ত করে মানব সেবামূলক অলাভজনক, অরাজনৈতিক কর্মকান্ডে সাজানো বিভিন্ন ইচ্ছা তুলে ধরেন তিনি বন্ধুদের সাথে। তারপর তাকে আর পিছু তাকাতে হয়নি। জনকল্যাণমুখী কাজে অংশগ্রহণে স্বপ্ন দেখেন এমন প্রায় ৫ শতাধিক মানুষের সংগঠনে রূপ নেয় ফেসবুক গ্রুপ ‘হৃদয়ে খুলনা’।

স্বপ্নদ্রষ্টা শহীদুল ইসলাম শহীদ বলেন, ‘হৃদয়ে খুলনা’ নিজের অর্থায়নে মানবসেবায় সুস্পষ্ট ছাপ রেখে চলেছে দরিদ্র মানুষের ক্ষুধায়, পোষাকে, ঔষধে। এমনকি পিছিয়ে পড়া কিছু পরিবারের পাশেও দাঁড়িয়েছে পরিচয় গোপন রেখে। এসকল কাজে সহযোগী সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে তিনি আরো বলেন- মানুষের পাশে দাঁড়াতে চাওয়া মানুষের ভিড় দেখে অবাক হয়েছেন তিনি। অনেক মানুষ এগিয়ে আসতে চায়, তবে বিশ্বস্ততার অভাবে তারা পিছিয়ে থাকতে বাধ্য হয়। এবং এক্ষেত্রে ‘হৃদয়ে খুলনা’ সত্যিই ভাগ্যবান। বর্তমানে প্রায় ৫০ জনের বিশেষ সহযোগিতা এগিয়ে নিয়ে চলেছে আমাদের প্রধান কার্যক্রমগুলি।

‘হৃদয়ে খুলনা’ আগামীতে এমন একটি ঠিকানা গড়ে তোলার দিকে এগিয়ে চলেছে, যেখানে প্রতিদিন বিনামূল্যে হাজারও ক্ষুধার্ত মানুষ তিনবেলা তাদের খাবারের নিশ্চয়তা পাবে বলে আশাবাদী সংগঠনটি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:০১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
২২২ বার পড়া হয়েছে

খুলনায় চারশত মানুষের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি পালন করলো ‘হৃদয়ে খুলনা’

আপডেট সময় ০৯:০১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

আদি ঠিকানা খুলনা, তবে বর্তমানে রাজধানী ঢাকায় অবস্থানরত এমন নাগরিকদের সমন্বয়ে গঠিত একটি অলাভজনক ও অরাজনৈতিক এবং জনকল্যাণমুখী সংগঠন ‘হৃদয়ে খুলনা’। সংগঠনটি সম্পূর্ণ নিজেদের চেষ্টায় গত প্রায় দুই বছরের অধিক সময় ধরে প্রান্তিক মানুষের সেবায় বিভিন্নভাবে কাজ করে চলেছে। আজ ছিলো তাদের ইফতার বিতরণ কর্মসূচি।

জনকল্যাণমুখী সংগঠন ‘হৃদয়ে খুলনা’র কর্ণধার শহীদুল ইসলাম শহীদ, স্থানীয় ব্যক্তিবর্গ এবং সংগঠনের সদস্যদের সাথে নিয়ে, আজ মঙ্গলবার (১৯ মার্চ ২০২৪) খুলনার খালিশপুর ও ময়লা পোতায় প্রায় ৪ শতাধিক সাধারণ রোজদার মানুষের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। আয়োজনে সহোযোগিতা করেন নাসির তালুকদার ও বন্ধুরা।

প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর স্বপ্ন বাস্তবায়নে প্রথমেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি গ্রুপ খোলেন শহীদুল ইসলাম শহীদ। সেখানে কাছের কিছু মানুষকে যুক্ত করে মানব সেবামূলক অলাভজনক, অরাজনৈতিক কর্মকান্ডে সাজানো বিভিন্ন ইচ্ছা তুলে ধরেন তিনি বন্ধুদের সাথে। তারপর তাকে আর পিছু তাকাতে হয়নি। জনকল্যাণমুখী কাজে অংশগ্রহণে স্বপ্ন দেখেন এমন প্রায় ৫ শতাধিক মানুষের সংগঠনে রূপ নেয় ফেসবুক গ্রুপ ‘হৃদয়ে খুলনা’।

স্বপ্নদ্রষ্টা শহীদুল ইসলাম শহীদ বলেন, ‘হৃদয়ে খুলনা’ নিজের অর্থায়নে মানবসেবায় সুস্পষ্ট ছাপ রেখে চলেছে দরিদ্র মানুষের ক্ষুধায়, পোষাকে, ঔষধে। এমনকি পিছিয়ে পড়া কিছু পরিবারের পাশেও দাঁড়িয়েছে পরিচয় গোপন রেখে। এসকল কাজে সহযোগী সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে তিনি আরো বলেন- মানুষের পাশে দাঁড়াতে চাওয়া মানুষের ভিড় দেখে অবাক হয়েছেন তিনি। অনেক মানুষ এগিয়ে আসতে চায়, তবে বিশ্বস্ততার অভাবে তারা পিছিয়ে থাকতে বাধ্য হয়। এবং এক্ষেত্রে ‘হৃদয়ে খুলনা’ সত্যিই ভাগ্যবান। বর্তমানে প্রায় ৫০ জনের বিশেষ সহযোগিতা এগিয়ে নিয়ে চলেছে আমাদের প্রধান কার্যক্রমগুলি।

‘হৃদয়ে খুলনা’ আগামীতে এমন একটি ঠিকানা গড়ে তোলার দিকে এগিয়ে চলেছে, যেখানে প্রতিদিন বিনামূল্যে হাজারও ক্ষুধার্ত মানুষ তিনবেলা তাদের খাবারের নিশ্চয়তা পাবে বলে আশাবাদী সংগঠনটি।