খুলনা ওয়াসার পানির মাসিক বিল পরিশোধে সময়সীমা নিয়ে মানুষের মনে বিরক্তি
খুলনা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (খুলনা ওয়াসা) মাসিক পানির বিল গ্রাহকের হাতে ধরিয়ে দেয় মাসের ২৫-২৬ তারিখে। যেখানে বিল পরিশোধের শেষ সময় ২৯ তারিখ। মাস শেষের এই সময়ে বিল পরিশোধে বেশিরভাগ মানুষকে হতে হয় নাজেহাল।
ব্যংকিং সিস্টেমের কারণে বিল পরিশোধের এমন ছোট সময়সীমা বেঁধে দিতে বাধ্য হচ্ছেন বলে প্রথমিক পর্যায়ে জানাচ্ছেন খুলনা ওয়াসা পক্ষ।
গ্রাহকেরা বলছেন বিল পরিশোধের সময়সীমা আমাদের বিরক্তিকর অবস্থার মধ্যে ফেলছে। মাস শেষে যখন বিলের কাগজ হাতে পায় তখন কাছে টাকা থাকে না। আবার দুই-তিন দিনের মধ্যে তাড়াহুড়ো করে যোগাড় করাটাও হয় বিপদের। এ ক্ষেত্রে বিল পরিশোধের সময়সীমা পরবর্তী মাসের ১০-১২ তারিখ হলে আমরা আরামে ওয়াসার পানির বিলটা পরিশোধ করতে পারি।
ট্যাগস :