ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

খুলনা ক্রিকেটারস রি-ইউনিয়ন ২০২৪

মামুনর রশীদ রাজু, ব্যুরো চিফ (খুলনা)

‘খুলনা ক্রিকেটারস রি-ইউনিয়ন ২০২৪’ আয়োজন উপলক্ষে খুলনা জেলা স্টেডিয়ামে একই মঞ্চে উপস্থিত ছিলেন খুলনার সকল ক্রিকেটার। জাতীয় এবং স্থানীয় পর্যায়ের সাবেক ও বর্তমান খুলনার সকল ক্রিকেটাররা উপস্থিত হয়েছিলেন আজ। বাদ ছিলেন না মেহেদী, মিরাজ, সোহান এবং সালমাসহ নারী তারকা ক্রিকেট খেলোয়াড়েরা।

‘খুলনা ক্রিকেটারস রি-ইউনিয়ন ২০২৪’ প্রথম পুনর্মিলনে অংশগ্রহণ করে সবাই ছিলেন আবেগ তাড়িত।

আয়োজনে উপস্থিত সাবেক ক্রিকেটাররা মনে করেন এই আয়োজন বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। ধীরে ধীরে সারা বাংলাদেশ জুড়ে এমন আয়োজন পালিত হবে বলে তাদের বিশ্বাস এবং সেই পথ দেখাবে ‘খুলনা ক্রিকেটারস রি-ইউনিয়ন ২০২৪’।

জেলা স্টেডিয়াম থেকে সকল সাবেক ও বর্তমান ক্রিকেটার মিলে একটি র‍্যালী বের করে খুলনা শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। কয়ক’শ মটরবাইকের বিশাল বহরের পেছনে ছিলো ট্রাকবহর। দারুণ উৎসবমুখর ‘খুলনা ক্রিকেটারস রি-ইউনিয়ন ২০২৪’ আয়োজনটি শেষ সন্ধ্যায় একটি সাংস্কৃতিক পর্বের মধ্য দিয়ে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:২৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪
৫১৭ বার পড়া হয়েছে

খুলনা ক্রিকেটারস রি-ইউনিয়ন ২০২৪

আপডেট সময় ০৩:২৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪

‘খুলনা ক্রিকেটারস রি-ইউনিয়ন ২০২৪’ আয়োজন উপলক্ষে খুলনা জেলা স্টেডিয়ামে একই মঞ্চে উপস্থিত ছিলেন খুলনার সকল ক্রিকেটার। জাতীয় এবং স্থানীয় পর্যায়ের সাবেক ও বর্তমান খুলনার সকল ক্রিকেটাররা উপস্থিত হয়েছিলেন আজ। বাদ ছিলেন না মেহেদী, মিরাজ, সোহান এবং সালমাসহ নারী তারকা ক্রিকেট খেলোয়াড়েরা।

‘খুলনা ক্রিকেটারস রি-ইউনিয়ন ২০২৪’ প্রথম পুনর্মিলনে অংশগ্রহণ করে সবাই ছিলেন আবেগ তাড়িত।

আয়োজনে উপস্থিত সাবেক ক্রিকেটাররা মনে করেন এই আয়োজন বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। ধীরে ধীরে সারা বাংলাদেশ জুড়ে এমন আয়োজন পালিত হবে বলে তাদের বিশ্বাস এবং সেই পথ দেখাবে ‘খুলনা ক্রিকেটারস রি-ইউনিয়ন ২০২৪’।

জেলা স্টেডিয়াম থেকে সকল সাবেক ও বর্তমান ক্রিকেটার মিলে একটি র‍্যালী বের করে খুলনা শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। কয়ক’শ মটরবাইকের বিশাল বহরের পেছনে ছিলো ট্রাকবহর। দারুণ উৎসবমুখর ‘খুলনা ক্রিকেটারস রি-ইউনিয়ন ২০২৪’ আয়োজনটি শেষ সন্ধ্যায় একটি সাংস্কৃতিক পর্বের মধ্য দিয়ে।