গরমে স্বস্তির জন্য পথচারীদের মাঝে খাবার স্যালাইন ও শরবত বিতরণ
নারায়ণগঞ্জের কলেজরোড নতুন চেয়ারম্যান গলি মসজিদের সামনে আজ ১লা মে দুপুর ১২ টা হতে ভালোবাসার নারায়ণগঞ্জ গ্রুপ এর এডমিন ফারজানা আক্তার এর পক্ষ হতে গরমে স্বস্তির জন্য পথচারীদের মাঝে খাবার স্যালাইন ও শরবত বিতরণ করা হয়।
ফারজানা আকতার বলেন যে গরম পড়েছে মানুষের জনজীবন দুর্বিষহ আমরা জারা ঘরের ভিতর থেকে তারা গরমটা একটু কম অনুভব করে দেই কারণ ফ্যানের বাতাস আছে। কিন্তু খেটে খাওয়া মানুষগুলোর জন্য আমার খুব কষ্ট হয় তারা রোদে ঘামে ভিজে গরম তাপ উপেক্ষা করে তাদের জীবন চালিয়ে জাচ্ছে কা খুবই কষ্টকর। তাদের জন্য আমি আমার ভাই বোন সহকর্মী ভালোবাসার মানুষদের নিয়ে সামান্য আয়োজন করার চেষ্টা করেছি, সবাই যদি সবার জায়গা থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেন ও একাগ্রতা প্রকাশ করেন তাহলে খেটে খাওয়া মানুষদের মধ্যে কিছুটা সত্যি ফিরে আপনার আমার ছোট্ট একটি প্রচেষ্টায়।
এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন নারীর উদ্যোক্তা ও গ্রুপের এডমিনরা। ঝুমি, নুসরাত, মুনমুন রয় সবুজ, সাগর, নিপা, তমা, পান্না, ফারজানা, মিথুন, সাগর, সুমন, আরজু, ইউসুফ, মাহবুব সহ আরো অনেকে।
ট্যাগস :