গাইবান্ধায় গণতন্ত্র ও আইনের শাসন পুনঃ প্রতিষ্ঠা করার লক্ষে বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
গাইবান্ধায় গণতন্ত্র ও আইনের শাসন পুনঃ প্রতিষ্ঠা করার লক্ষে বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
গণতন্ত্র ও আইনের শাসন পুনঃ প্রতিষ্ঠা, বিচারের নামে অবিচার বন্ধের দাবিতে ১লা-৭ই জানুয়ারি ২০২৪ইং পর্যন্ত সকল আদালত বর্জন উপলক্ষ্যে, ০২ ডিসেম্বর ২০২৪ইং মঙ্গলবার ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট (ULF) গাইবান্ধা জেলা শাখার আয়োজনে, এ্যাডভোকেট আঃ মজিদ এর সভাপতিত্বে আদালত বর্জন ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, এ্যাড. মঞ্জুর মোর্শেদ বাবু, এ্যাড. আমিরুল ইসলাম ফকু, এ্যাড. মিজানুর রহমান মিজান, এ্যাড. হানিফ বেলাল, এ্যাড. শাহনেওয়াজ খান, এ্যাড. জিএম মুরাদ হাসান, এ্যাড. খন্দকার আলামিন
আরো উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা ল’ইয়ার্স কাউন্সিল এর সাধারণ সম্পাদক সাঈদ আল আসাদ, সদস্য গোলাম আজম প্রমুখ।
আইনজীবী নেতারা বলেন, বর্তমানে দেশের কোনো আদালত এ ন্যায়বিচার নেই। আদালতগুলোতে ভালো মানুষ গুলোকে অন্যায়ভাবে সাজা দেওয়া হচ্ছে। জামিন না দিয়ে অন্যায়ভাবে কারাগারে পাঠানো হচ্ছে। আর এই অন্যায়ের প্রতিবাদে সারা দেশে আদালত বর্জনের ডাক দিয়েছি। বিচারপ্রার্থীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। এসব এর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা আদালত বর্জন কর্মসূচি পালন করছি।