ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল

চতুর্থ বারের মতো সাংসদ হচ্ছেন ডেপুটি স্পিকার টুকু

ওয়াসিফ আল আবরার

দেশব্যাপী অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৮, পাবনা-১ (সাথিয়া-বেড়া আংশিক) আসন থেকে আওয়ামী লীগের টিকিটে টানা চতুর্থ বারের মতো বিজয়ী হয়ে বেসরকারি ভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বর্তমান এমপি ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু।

রবিবার (৭ জানুয়ারী) সকাল ৮ টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হয় বিকাল ৪ টায়। ভোটগণনা শেষে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে বিজয়ী হয়েছেন শামসুল হক টুকু। ১২৫ টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ৯৩,৩০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ ট্রাক প্রতীকে পেয়েছেন ৭২,৩৪৩ ভোট। ২০ হাজার ৯৫৭ ভোটে বেসরকারিভাবে অ্যাডভোকেট শামসুল হক টুকু জয়লাভ করেছেন।

২০০৮ সালের সংসদ নির্বাচনে শামসুল হক টুকু আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জামায়াতের তৎকালীন আমির মতিউর রহমান নিজামীকে পরাজিত করে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালের নির্বাচনের পর ২০১৪ ও ২০১৮ সালের সংসদ নির্বাচনেও শামসুল হক টুকু আওয়ামী লীগের মনোনয়ন পান। ওই দুই নির্বাচনে আবু সাইয়িদ আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে ২০১৪ সালে স্বতন্ত্র (তালা প্রতীক) ও ২০১৮ সালে গণফোরামে যোগ দিয়ে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেও টুকুর কাছে পরাজিত হন।

উল্লেখ্য, পাবনা-১ আসনটি সাঁথিয়া উপজেলা এবং বেড়া উপজেলার বেড়া পৌরসভা, হাটুরিয়া-নাকালিয়া, চাকলা, কৈটোলা ও নতুন ভারেঙ্গা ইউনিয়ন নিয়ে গঠিত। আসনে মোট ভোটার সংখ্যা ৪,৩১,৬২০ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ২,২০,১৯২ এবং নারী ভোটার ২,১১,৪২৭ জন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
৫৩৪ বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল

চতুর্থ বারের মতো সাংসদ হচ্ছেন ডেপুটি স্পিকার টুকু

আপডেট সময় ০৩:০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪

দেশব্যাপী অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৮, পাবনা-১ (সাথিয়া-বেড়া আংশিক) আসন থেকে আওয়ামী লীগের টিকিটে টানা চতুর্থ বারের মতো বিজয়ী হয়ে বেসরকারি ভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বর্তমান এমপি ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু।

রবিবার (৭ জানুয়ারী) সকাল ৮ টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হয় বিকাল ৪ টায়। ভোটগণনা শেষে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে বিজয়ী হয়েছেন শামসুল হক টুকু। ১২৫ টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ৯৩,৩০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ ট্রাক প্রতীকে পেয়েছেন ৭২,৩৪৩ ভোট। ২০ হাজার ৯৫৭ ভোটে বেসরকারিভাবে অ্যাডভোকেট শামসুল হক টুকু জয়লাভ করেছেন।

২০০৮ সালের সংসদ নির্বাচনে শামসুল হক টুকু আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জামায়াতের তৎকালীন আমির মতিউর রহমান নিজামীকে পরাজিত করে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালের নির্বাচনের পর ২০১৪ ও ২০১৮ সালের সংসদ নির্বাচনেও শামসুল হক টুকু আওয়ামী লীগের মনোনয়ন পান। ওই দুই নির্বাচনে আবু সাইয়িদ আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে ২০১৪ সালে স্বতন্ত্র (তালা প্রতীক) ও ২০১৮ সালে গণফোরামে যোগ দিয়ে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেও টুকুর কাছে পরাজিত হন।

উল্লেখ্য, পাবনা-১ আসনটি সাঁথিয়া উপজেলা এবং বেড়া উপজেলার বেড়া পৌরসভা, হাটুরিয়া-নাকালিয়া, চাকলা, কৈটোলা ও নতুন ভারেঙ্গা ইউনিয়ন নিয়ে গঠিত। আসনে মোট ভোটার সংখ্যা ৪,৩১,৬২০ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ২,২০,১৯২ এবং নারী ভোটার ২,১১,৪২৭ জন।