ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

চিরবিদায় নিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ‘চাইম’ ব্যান্ডের খালিদ

মামুনর রশীদ রাজু, ব্যুরো চিফ (খুলনা)

আশি ও নব্বইয়ের দশকের জনপ্রিয় সংগীতশিল্পী, ‘চাইম’ ব্যান্ডের ভোকালিস্ট খালিদ মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।

আজ সোমবার (১৮ মার্চ ২০২৪) সন্ধ্যায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ‘নাতি খাতি বেলা গেল’, ‘কালো মাইয়া’, ‘কীর্তনখোলা নদী’, ‘সরলতার প্রতিমা’, ‘যতটা মেঘ হলে বৃষ্টি নামে’, ‘কোনো কারণেই ফেরানো গেল না তাকে’, ‘যদি হিমালয় হয়ে দুঃখ আসে’, –এর মতো জনপ্রিয় গানের শিল্পী চাইম ব্যান্ডের খালিদ।

সোমবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কণ্ঠশিল্পী খালিদকে তাৎক্ষণিকভাবে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যা সাড়ে ৭টায় চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়েছে।

কয়েক বছর ধরেই হৃদ্‌রোগে ভুগছিলেন খালিদ; একাধিকবার হৃদ্‌রোগের চিকিৎসা নিয়েছেন তিনি। তাঁর হৃদ্‌যন্ত্রে একটি স্টেন্ট বসানো ছিল।

১৯৮১ সালে গানের জগতে পথ চলা শুরু এবং ১৯৮৩ সাল থেকে ‘চাইম’ ব্যান্ডে যোগ দেন তিনি। একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়ে অল্প সময়েই সবার সামনে আসেন খালিদ, তাঁর গান এখনো মানুষের মুখে মুখে ফেরে।

ব্যান্ড শিল্পী খালিদের মৃত্যুতে সংগীত অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। খালিদের মরদেহ এখনো হাসপাতালে রয়েছে। আজ রাতেই গ্রিন রোড জামে মসজিদে জানাজা শেষে খালিদের মরদেহ গোপালগঞ্জের পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:০৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪
১৭২ বার পড়া হয়েছে

চিরবিদায় নিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ‘চাইম’ ব্যান্ডের খালিদ

আপডেট সময় ১১:০৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪

আশি ও নব্বইয়ের দশকের জনপ্রিয় সংগীতশিল্পী, ‘চাইম’ ব্যান্ডের ভোকালিস্ট খালিদ মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।

আজ সোমবার (১৮ মার্চ ২০২৪) সন্ধ্যায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ‘নাতি খাতি বেলা গেল’, ‘কালো মাইয়া’, ‘কীর্তনখোলা নদী’, ‘সরলতার প্রতিমা’, ‘যতটা মেঘ হলে বৃষ্টি নামে’, ‘কোনো কারণেই ফেরানো গেল না তাকে’, ‘যদি হিমালয় হয়ে দুঃখ আসে’, –এর মতো জনপ্রিয় গানের শিল্পী চাইম ব্যান্ডের খালিদ।

সোমবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কণ্ঠশিল্পী খালিদকে তাৎক্ষণিকভাবে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যা সাড়ে ৭টায় চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়েছে।

কয়েক বছর ধরেই হৃদ্‌রোগে ভুগছিলেন খালিদ; একাধিকবার হৃদ্‌রোগের চিকিৎসা নিয়েছেন তিনি। তাঁর হৃদ্‌যন্ত্রে একটি স্টেন্ট বসানো ছিল।

১৯৮১ সালে গানের জগতে পথ চলা শুরু এবং ১৯৮৩ সাল থেকে ‘চাইম’ ব্যান্ডে যোগ দেন তিনি। একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়ে অল্প সময়েই সবার সামনে আসেন খালিদ, তাঁর গান এখনো মানুষের মুখে মুখে ফেরে।

ব্যান্ড শিল্পী খালিদের মৃত্যুতে সংগীত অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। খালিদের মরদেহ এখনো হাসপাতালে রয়েছে। আজ রাতেই গ্রিন রোড জামে মসজিদে জানাজা শেষে খালিদের মরদেহ গোপালগঞ্জের পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।