জবিতে বড়দিন ও শীতকালীন ছুটি ৫ দিন
যীশু খ্রিষ্ট্রের জন্মদিন (বড়দিন) ও শীতকালীন ছুটি উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ৫ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যীশু খ্রিষ্ট্রের জন্মদিন (বড়দিন) ও শীতকালীন ছুটি উপলক্ষে আগামী ২৪ ডিসেম্বর (রবিবার) থেকে ২৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমীক কার্যক্রম ও প্রশাসনিক দপ্তরসমূহ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বড় দিন ও শীতকালীন ছুটি চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিসেবা (বিদ্যুত, পানি, গ্যাস, ইন্টারনেট, নিরাপত্তা ও পরিস্কার-পরিচ্ছন্নতা) চালু থাকবে।
ট্যাগস :