টাঙ্গাইল-৫ স্বতন্ত্র দুই প্রার্থীর মনোনয়ন বাতিল
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ আসনের দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন জেলা রিটানিং কর্মকর্তা। রবিবার ৩ ডিসেম্বর, ২০২৩ জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম তাদের মনোনয়ন বাতিল করেন।
বিএনপির বহিষ্কৃত নেতা খন্দকার আহসান হাবীব এবং বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মেহেনিগার হোসেন তম্ময়।
স্বতন্ত্রপ্রার্থী খন্দকার আহসান হাবীব মনোনয়নপত্রে এক শতাংশ ভোটারের স্বাক্ষরপত্র জমা দেন যা যাচাই করে অমিল পাওয়া যায়। এর মধ্যে একজন মৃত ব্যাক্তির স্বাক্ষরও রয়েছে।
অন্য প্রার্থী মেহেনিগার হোসেন তম্ময়ের মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া ভোটারের তালিকা যাচাই-বাছাইয়ে কোন মিল পাওয়া যায়নি।
জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম বলেন, ভোটারের তথ্য সঠিক না থাকায় তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে।
ট্যাগস :