টানা ৫ম বারের মতো ইবির তরুণ কলাম লেখক ফোরাম শাখা বর্ষসেরা নির্বাচিত
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা কেন্দ্রীয়ভাবে প্রতিষ্ঠা পরবর্তী একটানা ৫ম বারের মত সেরা শাখা নির্বাচিত হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা লেখালেখির পাশাপাশি তরুণ লেখকদের লেখায় উদ্বুদ্ধ করা, বুদ্ধিবৃত্তিক সাংস্কৃতিক চর্চার কাজে জোর দিয়ে পরপর ৫ম বারের মতো কেন্দ্রীয়ভাবে সেরা শাখা নির্বাচিত হয়।
রবিবার (২২ সেপ্টেম্বর) সংগঠনটির ২০২৩-২৪ কার্যবর্ষের কেন্দ্রীয় সভাপতি মাহদী হাসান মজুমদার ও সাধারণ সম্পাদক এস এ এইচ ওয়ালিউল্লাহ সাক্ষরিত বিজ্ঞপ্তিতে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখাকে সেরা শাখা ঘোষণা করেন। অপর বিজ্ঞপ্তিতে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সদস্য মিজানুর রহমান মিজান কে বর্ষসেরা লেখক ঘোষণা করেন।
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার ২০২৩-২৪ কার্যবর্ষের সভাপতি আবু তালহা আকাশ বলেন, ‘ইবি শাখা যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠা হয়েছিল সেই লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে অবিরাম এগিয়ে চলছে। প্রতিষ্ঠা পরবর্তী ৫বার সেরা শাখার গৌরব অর্জনে সম্মানিত উপদেষ্টা মন্ডলী, কার্যনির্বাহী পর্ষদ, সদস্য সহযোগী সদস্য শুভাকাঙ্ক্ষী সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। নতুনদের হাত ধরে এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে সেই প্রত্যাশা করছি।’
উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর যাত্রা শুরু করে ইবি শাখা। তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার, কর্মশালা ও লেখক সম্মেলনের আয়োজন করে থাকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।