টিলা ধসের ঘটনায় নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার
সিলেট মহানগরীর মেজরটিলার চামেলিবাগে আবাসিক এলাকায় টিলা ধসের ঘটনায় নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা একই পরিবারের সদস্য বলে জানা গেছে।
সোমবার (১০ জুন) দুপুর ১টা ২০ মিনিটের দিকে সেনাবাহিনীর সহায়তায় মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, আগা করিম উদ্দিন, তার স্ত্রী শাম্মী আক্তার রুজি ও তাদের ১৫ মাস বয়সী শিশু সন্তান তানিম।
এর আগে, সোমবার (১০ জুন) সকাল ৬টার দিকে সিসিকের ৩৫নং ওয়ার্ডের মেজরটিলার চামেলিবাগ আবাসিক এলাকায় টিলা ধসের ঘটনা ঘটে।
এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশনের ৩৫নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম বলেন, সকাল ৬টার দিকে বিকট শব্দে টিলা ধসে। এখানে দুটি পরিবারের ৫ জন মানুষ মাটিচাপা পড়ে।
ট্যাগস :