ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ট্রাম্প হত্যাচেষ্টার অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

নিজস্ব সংবাদ

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমে ইরানকে অভিযুক্ত করে যেসব খবর প্রকাশ করেছে, তা ‘বিদ্বেষপূর্ণ’ বলে বুধবার (১৭ জুলাই) দাবি করেছে তেহরান। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

মঙ্গলবার সিএনএন এক প্রতিবেদনে বলেছিল, মার্কিন কর্তৃপক্ষ কয়েক সপ্তাহ আগে একটি ‘মানব উৎস’ থেকে ট্রাম্পের বিরুদ্ধে একটি ইরানি ষড়যন্ত্রের গোয়েন্দা তথ্য পেয়েছে। যা সাবেক প্রেসিডেন্টের সুরক্ষা বাড়াতে উদ্বুদ্ধ করেছিল। অপর মার্কিন সংবাদমাধ্যমেও এই কথিত ষড়যন্ত্রের খবর জানিয়েছে।

সিএনএন জানিয়েছে, এই কথিত ষড়যন্ত্র শনিবার পেনসিলভানিয়ায় ট্রাম্পের একটি প্রচার সমাবেশে হওয়া গুলির ঘটনার সঙ্গে সম্পর্কিত নয়। ওই গুলির ঘটনায় ট্রাম্প আহত হয়েছিলেন এবং একজন সমর্থক নিহত হন।

মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, তারা বহু বছর ধরে সাবেক ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে ইরানি হুমকি পর্যবেক্ষণ করছে। কারণ ২০২০ সালে ইরাকি ড্রোন হামলায় বিপ্লবী গার্ডের কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার জন্য তেহরান প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে।

জাতিসংঘে ইরানের মিশন এই অভিযোগগুলোকে ‘অমূলক এবং বিদ্বেষপূর্ণ’ বলে অভিহিত করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, সম্প্রতি ট্রাম্পের বিরুদ্ধে সশস্ত্র হামলায় ইরানের কোনও ধরনের সম্পৃক্ততা নেই।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৩৫:১৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪
২৩৭ বার পড়া হয়েছে

ট্রাম্প হত্যাচেষ্টার অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

আপডেট সময় ০৭:৩৫:১৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমে ইরানকে অভিযুক্ত করে যেসব খবর প্রকাশ করেছে, তা ‘বিদ্বেষপূর্ণ’ বলে বুধবার (১৭ জুলাই) দাবি করেছে তেহরান। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

মঙ্গলবার সিএনএন এক প্রতিবেদনে বলেছিল, মার্কিন কর্তৃপক্ষ কয়েক সপ্তাহ আগে একটি ‘মানব উৎস’ থেকে ট্রাম্পের বিরুদ্ধে একটি ইরানি ষড়যন্ত্রের গোয়েন্দা তথ্য পেয়েছে। যা সাবেক প্রেসিডেন্টের সুরক্ষা বাড়াতে উদ্বুদ্ধ করেছিল। অপর মার্কিন সংবাদমাধ্যমেও এই কথিত ষড়যন্ত্রের খবর জানিয়েছে।

সিএনএন জানিয়েছে, এই কথিত ষড়যন্ত্র শনিবার পেনসিলভানিয়ায় ট্রাম্পের একটি প্রচার সমাবেশে হওয়া গুলির ঘটনার সঙ্গে সম্পর্কিত নয়। ওই গুলির ঘটনায় ট্রাম্প আহত হয়েছিলেন এবং একজন সমর্থক নিহত হন।

মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, তারা বহু বছর ধরে সাবেক ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে ইরানি হুমকি পর্যবেক্ষণ করছে। কারণ ২০২০ সালে ইরাকি ড্রোন হামলায় বিপ্লবী গার্ডের কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার জন্য তেহরান প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে।

জাতিসংঘে ইরানের মিশন এই অভিযোগগুলোকে ‘অমূলক এবং বিদ্বেষপূর্ণ’ বলে অভিহিত করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, সম্প্রতি ট্রাম্পের বিরুদ্ধে সশস্ত্র হামলায় ইরানের কোনও ধরনের সম্পৃক্ততা নেই।