ডিমলায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থীর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
আসন্ন ৮মে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারীর ডিমলা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী ডিমলা উপজেলার জননেত্রী সকলের সুপরিচিত,ব্যক্তিত্ব জাহানারা বেগম এর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।এতে সভাপতিত্ব করেন নুরল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহানারা বেগম মহিলা ভাইস ,চেয়ারম্যান পদ প্রার্থী উপজেলা পরিষদ ডিমলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম সিরাজ বিশিষ্ট সমাজ সেবক।এনামুল হক, জামিনুর রহমান, মফিজুল ইসলাম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।
জাহানারা বেগম বলেন আমাকে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নির্বাচিত করলে ডিমলা উপজেলার যাবতীয় অসমাপ্ত কাজ সমাপ্ত করব।তিনি আরও বলেন যে,এই অবহেলিত উপজেলার উন্নয়ন করতে হলে হাস মার্কায় ভোট দিয়ে বিজয় অর্জিত হলে ডিমলা উপজেলাকে একটি আধুনিক, যুগোপযোগী,সবার গ্রহনযোগ্য ও স্মার্ট উপজেলায় পরিনত করব ইনশাল্লাহ।
পরিশেষে সভাপতি হাস মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।