ঢাকা ১৯ এর স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন জানালো শ্রমিক সংগঠনের ২ শতাধিক নেতাকর্মী
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলামকে আনুষ্ঠানিক সমর্থন জানিয়েছে একটি শ্রমিক সংগঠনের প্রায় ২ শতাধিক নেতাকর্মী।
শুক্রবার (৮ ডিসেম্বর) বিকালে আশুলিয়ার বগাবাড়ি এলাকায় আয়োজিত এক সভায় এ সমর্থনের ঘোষণা দেয় জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর ৩৫ টি ইউনিয়ন ও ৭০ টি কারখানা কমিটি। এসময় প্রায় ২ শতাধিক শ্রমিক উপস্থিত ছিলেন।
জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম বলেন, সাইফুল ইসলাম অনেক আগেই ঘোষণা দিয়েছেন যে তিনি নির্বাচিত হোক বা না হোক শ্রমিকদের জন্য কবরস্থান নির্মাণ করে দিবেন। এছাড়া করোনা মহামারীর সময় তিনি যেভাবে শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন আমরা এর প্রতিদান দিতে চাই। তিনি তখন শুধুমাত্র ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন তবুও তিনি পুরো সাভার উপজেলায় সহায়তা পৌছে দিয়েছেন। তাই আমরা সাইফুল ইসলামকে পূর্ণ সমর্থন দিয়েছি। আগামী নির্বাচনে তাকে জয়ী করার জন্য আমরা সর্বাত্মক সহায়তা করার অঙ্গীকার করেছি।
এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া শাখার সাধারণ সম্পাদক আব্দুল হালিম, সহ-সভাপতি শাহ আলম, আশুলিয়া নারী কমিটির সাধারণ সম্পাদক মল্লিকা জামান কেয়া, আশুলিয়া যুব কমিটির সভাপতি আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক সাদেক মিয়া।
ট্যাগস :