ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ত্রান-সাহায্য নয় স্থায়ী বেড়িবাঁধ চাই – পাইকগাছার জনগণ

মামুনুর রশীদ রাজু, ব্যুরো চিফ

 

বাঁধ ভাঙা প্লাবনে তলিয়ে যাওয়া খুলনার পাইকগাছার সব হারানো মানুষের পাশে দাঁড়ানো মানুষের ভিড় যেন ইতিহাসের যে কোনো সময়কে হার মানিয়েছে। খুলনা বিভাগের বিভিন্ন জেলা ছাড়াও বানভাসি মানুষের পাশে দাঁড়াতে রাজধানী থেকেও ছুটে এসেছেন ‘হৃদয়ে খুলনা, বাংলা কলেজসহ বিভিন্ন টিম। ছাত্র-জনতার ত্রান-সাহায্য বিতরণ টিমের উপচে পড়া ভিড়ে সহায়তায় বেঁচে থাকার নতুন স্বপ্ন দেখছেন পাইকগাছার দরিদ্র জনগোষ্ঠী।

 

পাইকগাছার বাঁধ ভাঙা পানিতে ডুবে যাওয়া ঘরবাড়ির মানুষগুলো এখন বেড়িবাঁধে তাবু টানিয়ে কোনো রকম জীবন যাপন করছেন নদীর পাড়ে। ভূমিহীন অনেকে বলেন তাদের একটুকরো স্থায়ী জমি থাকলে তারা জীবন একটু নিরাপদ হতো।

 

ত্রান-সাহায্য গ্রহন করতে আসা ৭০ বছর বয়সী বৃদ্ধ করঞ্জন কাকা বলেন তার দেখায় এমনটা আগে কখনো দেখননি। আগে এমনও দেখা গেছে কয়েকদিন দানা-পানিহীন কাটানোর পরেও কোনো সাহায্য পৌঁছায়নি আমাদের হাতে।

 

সব হারানো ভূমিহীন জেলে পরিবারের তাসলিমা বলেন, আগে ত্রান-সাহায্য বড়লোকদের বাড়িতে পচে গেলেও আমরা পেতাম না। কিন্তু এইবার চোর-বাটপার না থাকায় আমাদের খাবারের সাহায্যে কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের পশু খাদ্যের প্রচন্ড অভাব। ঘাস লতাও খুব বেশি নেই যা খাওয়াবো তাদের। নৌবাহিনীও তাদের সহোযোগিতায় চালু রেখেছেন পরিপূর্ণভাবে। এখন পাইকগাছার নদী পাড়ের দরিদ্র মানুষের একটাই দাবি ‘ত্রান নয় টেকসই বেড়ীবাঁধ চাই’।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৩৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪
১০৬ বার পড়া হয়েছে

ত্রান-সাহায্য নয় স্থায়ী বেড়িবাঁধ চাই – পাইকগাছার জনগণ

আপডেট সময় ০১:৩৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪

 

বাঁধ ভাঙা প্লাবনে তলিয়ে যাওয়া খুলনার পাইকগাছার সব হারানো মানুষের পাশে দাঁড়ানো মানুষের ভিড় যেন ইতিহাসের যে কোনো সময়কে হার মানিয়েছে। খুলনা বিভাগের বিভিন্ন জেলা ছাড়াও বানভাসি মানুষের পাশে দাঁড়াতে রাজধানী থেকেও ছুটে এসেছেন ‘হৃদয়ে খুলনা, বাংলা কলেজসহ বিভিন্ন টিম। ছাত্র-জনতার ত্রান-সাহায্য বিতরণ টিমের উপচে পড়া ভিড়ে সহায়তায় বেঁচে থাকার নতুন স্বপ্ন দেখছেন পাইকগাছার দরিদ্র জনগোষ্ঠী।

 

পাইকগাছার বাঁধ ভাঙা পানিতে ডুবে যাওয়া ঘরবাড়ির মানুষগুলো এখন বেড়িবাঁধে তাবু টানিয়ে কোনো রকম জীবন যাপন করছেন নদীর পাড়ে। ভূমিহীন অনেকে বলেন তাদের একটুকরো স্থায়ী জমি থাকলে তারা জীবন একটু নিরাপদ হতো।

 

ত্রান-সাহায্য গ্রহন করতে আসা ৭০ বছর বয়সী বৃদ্ধ করঞ্জন কাকা বলেন তার দেখায় এমনটা আগে কখনো দেখননি। আগে এমনও দেখা গেছে কয়েকদিন দানা-পানিহীন কাটানোর পরেও কোনো সাহায্য পৌঁছায়নি আমাদের হাতে।

 

সব হারানো ভূমিহীন জেলে পরিবারের তাসলিমা বলেন, আগে ত্রান-সাহায্য বড়লোকদের বাড়িতে পচে গেলেও আমরা পেতাম না। কিন্তু এইবার চোর-বাটপার না থাকায় আমাদের খাবারের সাহায্যে কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের পশু খাদ্যের প্রচন্ড অভাব। ঘাস লতাও খুব বেশি নেই যা খাওয়াবো তাদের। নৌবাহিনীও তাদের সহোযোগিতায় চালু রেখেছেন পরিপূর্ণভাবে। এখন পাইকগাছার নদী পাড়ের দরিদ্র মানুষের একটাই দাবি ‘ত্রান নয় টেকসই বেড়ীবাঁধ চাই’।