ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

দীর্ঘ আড়াই মাস পর খুলবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়

স্টাফ রিপোর্টার

রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় টানা ৭৫ দিন বন্ধ থাকার পর অবশেষে খুলতে যাচ্ছে। দীর্ঘ প্রায় আড়াই মাস পর আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পল্টন অফিস খুলার কথা রয়েছে।বিকালে ৩টায় দলের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করবে বলেও জানা যায়।

২০২২ সালের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকে দলটির কেন্দ্রীয় কার্যালয় বন্ধ ছিল।

বুধবার (১০ জানুয়ারি) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান পল্টন অফিস খোলার বিষয়ে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, বৃহস্পতিবার বিকাল ৩টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের পক্ষ থেকে ‘৭ জানুয়ারি অনুষ্ঠিত প্রহসনের নির্বাচনের বিষয়ে’ সংবাদ সম্মেলন করা হবে। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বক্তব্য রাখবেন। সঙ্গে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং বেগুন সেলিমা রহমান উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে বিএনপির বর্তমান পরিস্থিতি, সরকারের নানা কর্মকাণ্ড এবং ৭ জানুয়ারি অনুষ্ঠিত প্রহসনের নির্বাচনের বিষয়ে আলোচনা করা হবে বলে জানা গেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:১৪:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪
৬৬ বার পড়া হয়েছে

দীর্ঘ আড়াই মাস পর খুলবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়

আপডেট সময় ১১:১৪:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪

রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় টানা ৭৫ দিন বন্ধ থাকার পর অবশেষে খুলতে যাচ্ছে। দীর্ঘ প্রায় আড়াই মাস পর আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পল্টন অফিস খুলার কথা রয়েছে।বিকালে ৩টায় দলের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করবে বলেও জানা যায়।

২০২২ সালের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকে দলটির কেন্দ্রীয় কার্যালয় বন্ধ ছিল।

বুধবার (১০ জানুয়ারি) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান পল্টন অফিস খোলার বিষয়ে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, বৃহস্পতিবার বিকাল ৩টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের পক্ষ থেকে ‘৭ জানুয়ারি অনুষ্ঠিত প্রহসনের নির্বাচনের বিষয়ে’ সংবাদ সম্মেলন করা হবে। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বক্তব্য রাখবেন। সঙ্গে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং বেগুন সেলিমা রহমান উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে বিএনপির বর্তমান পরিস্থিতি, সরকারের নানা কর্মকাণ্ড এবং ৭ জানুয়ারি অনুষ্ঠিত প্রহসনের নির্বাচনের বিষয়ে আলোচনা করা হবে বলে জানা গেছে।