ঢাকা ০১:১৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

ধামইরহাটে আগাম আমের মুকুল দেখা দিয়েছে

মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ)

 

সামনে মধু মাস আসন্ন এমনই বার্তা নিয়ে পৌষের শুরুতেই গাছে গাছে দেখা দিয়েছে আগাম আমের মুকুল। বাতাসে ভেঁসে বেড়াচ্ছে মিষ্টি গন্ধ।

মুকুল থেকে গুন গুন শব্দ করে মৌমাছি সংগ্রহ করছে মধু। মুকুলের সেই গন্ধ বয়ে নিয়ে আসছে মধু মাস। তাই পৌষ মাসের প্রথমেই দেখা দিয়েছে গাছে আমের মুকুল। প্রকৃতির নিয়মানুযায়ী মাঘ মাসে গাছে গাছে ছেঁয়ে যায় আমের মুকুল।

এ বার তার ব্যতিক্রম হিসেবে দেখা দিয়েছে পৌষের প্রথমে কিছু গাছে আমের মুকুল এসে দোল খাচ্ছে। নওগাঁর ধামইরহাট উপজেলার চকিলাম গ্রামের হুমায়ন কবির এর বাড়ির খলিয়ানে রোপিত নাক ফজলি গাছে আগাম জাতের মুকুলে ভরে গেছে।

এ উপজেলায় উল্লেখযোগ্য আম হলো নাক ফজলি, নেংড়া, খিরসাপাতি, বেনানা, গোপালভোগ, আম্রপলি, আশ্বিনা, লকমা অন্যতম।

সরজমিন গিয়ে কথা হয় হুমায়ন কবিরের সাথে তিনি জানান, আমি দু’বছর পূর্বে আম গাছ গুলো লাগিয়ে ছিলাম। যেহেতু গাছ গুলো কলম করা তাই তাড়াতাড়ি গাছে মুকুল এসেছে।

তবে প্রকৃতির নিয়ম অনুসারে যে সময় গাছে মুকুল আসে তার প্রায় এক মাস আগে আমার গাছে মুকুল আশায় আমি খুব খুশি। সব মিলিশে আবহাওয়া সুন্দর আছে যদি এমনই থাকে তা হলে হয়তো আমের ভালো ফলন হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৪৯:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪
৫৫ বার পড়া হয়েছে

ধামইরহাটে আগাম আমের মুকুল দেখা দিয়েছে

আপডেট সময় ০৯:৪৯:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪

 

সামনে মধু মাস আসন্ন এমনই বার্তা নিয়ে পৌষের শুরুতেই গাছে গাছে দেখা দিয়েছে আগাম আমের মুকুল। বাতাসে ভেঁসে বেড়াচ্ছে মিষ্টি গন্ধ।

মুকুল থেকে গুন গুন শব্দ করে মৌমাছি সংগ্রহ করছে মধু। মুকুলের সেই গন্ধ বয়ে নিয়ে আসছে মধু মাস। তাই পৌষ মাসের প্রথমেই দেখা দিয়েছে গাছে আমের মুকুল। প্রকৃতির নিয়মানুযায়ী মাঘ মাসে গাছে গাছে ছেঁয়ে যায় আমের মুকুল।

এ বার তার ব্যতিক্রম হিসেবে দেখা দিয়েছে পৌষের প্রথমে কিছু গাছে আমের মুকুল এসে দোল খাচ্ছে। নওগাঁর ধামইরহাট উপজেলার চকিলাম গ্রামের হুমায়ন কবির এর বাড়ির খলিয়ানে রোপিত নাক ফজলি গাছে আগাম জাতের মুকুলে ভরে গেছে।

এ উপজেলায় উল্লেখযোগ্য আম হলো নাক ফজলি, নেংড়া, খিরসাপাতি, বেনানা, গোপালভোগ, আম্রপলি, আশ্বিনা, লকমা অন্যতম।

সরজমিন গিয়ে কথা হয় হুমায়ন কবিরের সাথে তিনি জানান, আমি দু’বছর পূর্বে আম গাছ গুলো লাগিয়ে ছিলাম। যেহেতু গাছ গুলো কলম করা তাই তাড়াতাড়ি গাছে মুকুল এসেছে।

তবে প্রকৃতির নিয়ম অনুসারে যে সময় গাছে মুকুল আসে তার প্রায় এক মাস আগে আমার গাছে মুকুল আশায় আমি খুব খুশি। সব মিলিশে আবহাওয়া সুন্দর আছে যদি এমনই থাকে তা হলে হয়তো আমের ভালো ফলন হবে।