ধামইরহাটে এস এস সি পরিক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা
নওগাঁর ধামইরহাট উপজেলার চন্ডিপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের ২০২৪ সালের এস এস সি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্টানে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
৭ ফেব্রুয়ারী বুধবার সকাল ১০ টায় চন্ডিপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. গোলাম রব্বানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ৪ নং উমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুর হক সরকার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুকুল হোসেন, সহকারি শিক্ষক-শিক্ষিকাসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সকল সদস্য ইউপি সদস্য ও পেনেল চেয়ারম্যান মো. আবু জাফর, মো. সানাউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান শিক্ষক মো. মুকুল হোসেন বিদায়ী শিক্ষার্থীদের সাফল্য কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। পরে বিদ্যালয় প্রাঙ্গনে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ট্যাগস :