নওগাঁয় গলা কেটে স্ত্রীকে খুন, স্বামী পলাতক
নওগাঁর মহাদেবপুর উপজেলার চক গৌরী এলাকার একটি ধানের চাতাল থেকে লাইলী বেগম (৫০) নামে এক নারীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার ( ৩ ডিসেম্বর) দুপুরে মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ। নিহত লাইলী জেলার মান্দা উপজেলার পার এনায়েতপুর গ্রামের আমজাদ হোসেনের স্ত্রী। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, লাইলী ও তার স্বামী চকগৌরী এলাকার আব্দুর রহমানের ধানের চাতালে কাজ করত।
রাতে স্বামী- স্ত্রীর মধ্যে ঝগড়ার একপর্যায়ে বটি দিয়ে লাইলীকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় আমজাদ হোসেন। ওসি আরও জানান, সকালে চাতালের অন্যন্য শ্রমিকরা তার মরদেহ দেখতে পেলে থানায় খবর দেয়। এরপর ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এখন পর্যন্ত লাইলীর স্বামী আমজাদ হোসেন পলাতক রয়েছে।
ট্যাগস :