‘নজরুলিয়ানদের জয়নুল উৎসব’
৫ডিসেম্বার (মঙ্গলবার) সকালে চারুকলা অনুষদের উদ্যেগে বিশ্ববিদ্যালয়ের চুরুলিয়া মঞ্চে ২দিনব্যাপী উৎসবের প্রথম দিন পালন করা হয়।প্রধান অতিথি হিসেবে জয়নুল আবেদিনের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালটির উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টিরর ট্রেজারার কৃষিবিদ ড.মোঃ হুমায়ুন কবির এবং চারুকলা বিভাগের ডিন অধ্যাপক তপন কুমার সরকার সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ড. সৌমিত্র শেখর বলেন,” মানুষের সভ্যতার যে ইতিহাস সেখানে চারুকলাকে সভ্যতার সূচনা থেকে আমরা পেয়েছি। আমরা যে একটা দাগ দেই, প্রস্তরে লেখা দেখেছি সেগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় চারুকলা আমাদের সভ্যতার সূচনাতে আছে। চারুকলা দিয়ে প্রতিবাদ করা হয়েছে। তাই চারুকলার শিক্ষার্থীদের বিশ্বমানব হয়ে গড়ে উঠতে হবে। তাদের মধ্যে এই শক্তিটি থাকতে হবে। “
তাছাড়াও চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. তপন কুমার সরকারের সভাপতিত্বে এবং চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক মো.মাসুম হাওলাদারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর।স্বাগত বক্তব্য দেন চারুকলা বিভাগের বিভাগীয় প্রধান নগরবাসী বর্মন।
ট্যাগস :