ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নজরুল বিশ্ববিদ্যালয় আন্তঃঅনুষদ ক্রিকেট প্রতিযোগিতা শুরু

মোঃ সাহাদাৎ হোসেন, নজরুল বিশ্ববিদ্যালয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আন্তঃঅনুষদ ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়েছে। সোমবার (১১ মার্চ) শেখ রাসেল কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, আমরা ধীরে ধীরে অভ্যন্তরীণ পরিবর্তনগুলো আনার চেষ্টা করছি। আমাদের খেলার ক্ষেত্রে আমরা ইতোমধ্যে একাডেমিক ক্যালে-ারের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের জন্য স্পোর্টস ক্যালে-ার ঘোষণা করেছি। এটি নানা জায়গায় সমাদৃত হয়েছে। যেটি সত্যিই আমাদের গর্বের জায়গা কারণ যে কাজটি আমরা করেছি সেটির জন্য আমরা পথপ্রদর্শক। অগ্রগামী দল হিসেবে নিজেদেরকে আবির্ভূত করতে পেরেছি।

তিনি আরও বলেন, আজকের আয়োজনে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে আরও সুন্দর করতে চাই, ক্রীড়াবান্ধবও করতে চাই। খেলাধুলোর উপযোগিতার পাশাপাশি ছাত্রছাত্রীদের দক্ষতার উপরও নজর দিতে হবে। সারাপৃথিবী চলছে দক্ষতার উপরে। এখন সবকিছুই হচ্ছে দক্ষতা। তাই আমরা যে যে দিকটাই পছন্দ করি সে দিকে সর্বোচ্চ দক্ষতা অর্জন করতে হবে।

নজরুল বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় খেলার মাঠের পাশাপাশি মেয়েদের খেলার জন্য নতুন একটি মাঠ উন্মুক্ত করা হবে ঘোষণা দিয়ে উপাচার্য বলেন, আমরা ইতোমধ্যে খোজাখুঁজি করে জায়গা বের করেছি। শিঘ্রই সেখানে নতুন মাঠ দৃশ্যমান করা হবে। কেন্দ্রীয় মাঠের দক্ষিণ দিকে বোটানিক্যাল গার্ডেন হবে। যেখানে সবুজের বেষ্টনী থাকবে। এভাবে ক্যাম্পাসকে অনিন্দসুন্দর করে গড়ে তোলা হবে।

আন্তঃঅনুষদ ক্রিকেট প্রতিযোগিতার সফলতা কামনা করে এই আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে উপাচার্য ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান। উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. উজ্জ্বল কুমার প্রধান, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. তুষার কান্তি সাহা, সাধারণ সম্পদক ড. মো. শফিকুল ইসলাম, প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জী, ছাত্র উপদেষ্টা ড. মোহাম্মদ মেহেদী উল্লাহ, শারীরিক শিক্ষা বিভাগের দপ্তর প্রধান ও অতিরিক্ত পরিচালক জিয়া উদ্দিন ম-লসহ অন্যরা।

আন্তঃঅনুষদ ক্রিকেট প্রতিযোগিতা পরিচালনা কমিটির সদস্য-সচিব শাহ্ মো. নাজমুল হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।

ছাত্রদের দুটি গ্রুপ ও ছাত্রীদের দুটি গ্রুপ। গ্রুপ লিগ পদ্ধতিতে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল ফাইনালে মুখোমুখি হবে। আগামী ১৩ মার্চ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুলে ক্রীড়া সামগ্রী বিতরণ: অত্র বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের জন্য দুইটি ফুটবল প্রদান করা হয়েছে। সোমবার সকালে স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর স্কুল পরিচালনা কমিটির সদস্য-সচিব নগরবাসী বমর্ণ ও প্রধান শিক্ষক লোপা রহমানের হাতে বল দুইটি তুলে দেন।

এসময় বিদ্যালয়ের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। এর আগে সোমবার (৪ মার্চ) স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বল দেওয়ার ঘোষণা দিয়েছিলেন মাননীয় উপাচার্য। মাত্র এক সপ্তাহে সেই প্রতিশ্রুতি পূরণ করা হলো।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৫৭:০৭ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪
৮১ বার পড়া হয়েছে

নজরুল বিশ্ববিদ্যালয় আন্তঃঅনুষদ ক্রিকেট প্রতিযোগিতা শুরু

আপডেট সময় ০৫:৫৭:০৭ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আন্তঃঅনুষদ ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়েছে। সোমবার (১১ মার্চ) শেখ রাসেল কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, আমরা ধীরে ধীরে অভ্যন্তরীণ পরিবর্তনগুলো আনার চেষ্টা করছি। আমাদের খেলার ক্ষেত্রে আমরা ইতোমধ্যে একাডেমিক ক্যালে-ারের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের জন্য স্পোর্টস ক্যালে-ার ঘোষণা করেছি। এটি নানা জায়গায় সমাদৃত হয়েছে। যেটি সত্যিই আমাদের গর্বের জায়গা কারণ যে কাজটি আমরা করেছি সেটির জন্য আমরা পথপ্রদর্শক। অগ্রগামী দল হিসেবে নিজেদেরকে আবির্ভূত করতে পেরেছি।

তিনি আরও বলেন, আজকের আয়োজনে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে আরও সুন্দর করতে চাই, ক্রীড়াবান্ধবও করতে চাই। খেলাধুলোর উপযোগিতার পাশাপাশি ছাত্রছাত্রীদের দক্ষতার উপরও নজর দিতে হবে। সারাপৃথিবী চলছে দক্ষতার উপরে। এখন সবকিছুই হচ্ছে দক্ষতা। তাই আমরা যে যে দিকটাই পছন্দ করি সে দিকে সর্বোচ্চ দক্ষতা অর্জন করতে হবে।

নজরুল বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় খেলার মাঠের পাশাপাশি মেয়েদের খেলার জন্য নতুন একটি মাঠ উন্মুক্ত করা হবে ঘোষণা দিয়ে উপাচার্য বলেন, আমরা ইতোমধ্যে খোজাখুঁজি করে জায়গা বের করেছি। শিঘ্রই সেখানে নতুন মাঠ দৃশ্যমান করা হবে। কেন্দ্রীয় মাঠের দক্ষিণ দিকে বোটানিক্যাল গার্ডেন হবে। যেখানে সবুজের বেষ্টনী থাকবে। এভাবে ক্যাম্পাসকে অনিন্দসুন্দর করে গড়ে তোলা হবে।

আন্তঃঅনুষদ ক্রিকেট প্রতিযোগিতার সফলতা কামনা করে এই আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে উপাচার্য ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান। উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. উজ্জ্বল কুমার প্রধান, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. তুষার কান্তি সাহা, সাধারণ সম্পদক ড. মো. শফিকুল ইসলাম, প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জী, ছাত্র উপদেষ্টা ড. মোহাম্মদ মেহেদী উল্লাহ, শারীরিক শিক্ষা বিভাগের দপ্তর প্রধান ও অতিরিক্ত পরিচালক জিয়া উদ্দিন ম-লসহ অন্যরা।

আন্তঃঅনুষদ ক্রিকেট প্রতিযোগিতা পরিচালনা কমিটির সদস্য-সচিব শাহ্ মো. নাজমুল হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।

ছাত্রদের দুটি গ্রুপ ও ছাত্রীদের দুটি গ্রুপ। গ্রুপ লিগ পদ্ধতিতে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল ফাইনালে মুখোমুখি হবে। আগামী ১৩ মার্চ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুলে ক্রীড়া সামগ্রী বিতরণ: অত্র বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের জন্য দুইটি ফুটবল প্রদান করা হয়েছে। সোমবার সকালে স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর স্কুল পরিচালনা কমিটির সদস্য-সচিব নগরবাসী বমর্ণ ও প্রধান শিক্ষক লোপা রহমানের হাতে বল দুইটি তুলে দেন।

এসময় বিদ্যালয়ের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। এর আগে সোমবার (৪ মার্চ) স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বল দেওয়ার ঘোষণা দিয়েছিলেন মাননীয় উপাচার্য। মাত্র এক সপ্তাহে সেই প্রতিশ্রুতি পূরণ করা হলো।