ঢাকা ০২:৩০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে যাত্রীবাহী বাস থেকে টাইম বোমা উদ্ধার

রাকিব হাসান সাগর, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে যাত্রীবাহী বাস থেকে উদ্ধার হওয়া বস্তুটি টাইম বোমা ছিল বলে জানিয়েছে পুলিশ।

গতকাল শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল এ তথ্য জানান।

তিনি বলেন, বাস থেকে বোমা সদৃশ বস্তুটি উদ্ধার হওয়ার পর ঢাকা থেকে তাৎক্ষণিক বোম্ব ডিসপোজাল ইউনিট আসে। তারা পরীক্ষা করে জানায়, এটি একটি টাইম বোম্ব ছিল। পরে তারা সেটিকে নিরাপদ স্থানে নিয়ে বিস্ফোরণ ঘটায়।

 

টাইম বোমাটি যেকোনো সময় কার্যকর হয়ে বিস্ফোরণ ঘটাতে পারতো। এতে করে বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা ছিল বলেও জানান নারায়ণগঞ্জ পুলিশ সুপার।

 

উল্লেখ্য, শুক্রবার রাত আনুমানিক সোয়া ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের মৌচাক এলাকায় বেঙ্গল পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস থেকে পেট্রলবোমা সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়।রাজধানীর গাবতলী থেকে ছেড়ে আসা বাসটির একটি সিটের পেছন থেকে সেটি উদ্ধার করা হয়।

 

বেঙ্গল পরিবহনের সুপারভাইজার হাসান বলেন, ‘আমাদের গাড়িটি ঢাকার গাবতলী থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে আসে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের মৌচাক এলাকায় আসলে আমি কতগুলো সিট খালি আছে তা গুনতে থাকি। এ সময় একটি সিটের পেছনে ব্যাগের মধ্যে বোমা সদৃশ্য এই বস্তুটি দেখতে পাই। কিন্তু ওই সময় সিটে কোনো যাত্রী ছিল না। সঙ্গে সঙ্গে বিষয়টি আমি চালককে জানিয়ে গাড়িটি রাস্তার ধারে দাঁড় করাতে বলি। পরে সিদ্ধিরগঞ্জ থানায় বিষয়টি অবহিত করি।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৪২:৫০ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪
৫৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জে যাত্রীবাহী বাস থেকে টাইম বোমা উদ্ধার

আপডেট সময় ০১:৪২:৫০ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪

নারায়ণগঞ্জে যাত্রীবাহী বাস থেকে উদ্ধার হওয়া বস্তুটি টাইম বোমা ছিল বলে জানিয়েছে পুলিশ।

গতকাল শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল এ তথ্য জানান।

তিনি বলেন, বাস থেকে বোমা সদৃশ বস্তুটি উদ্ধার হওয়ার পর ঢাকা থেকে তাৎক্ষণিক বোম্ব ডিসপোজাল ইউনিট আসে। তারা পরীক্ষা করে জানায়, এটি একটি টাইম বোম্ব ছিল। পরে তারা সেটিকে নিরাপদ স্থানে নিয়ে বিস্ফোরণ ঘটায়।

 

টাইম বোমাটি যেকোনো সময় কার্যকর হয়ে বিস্ফোরণ ঘটাতে পারতো। এতে করে বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা ছিল বলেও জানান নারায়ণগঞ্জ পুলিশ সুপার।

 

উল্লেখ্য, শুক্রবার রাত আনুমানিক সোয়া ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের মৌচাক এলাকায় বেঙ্গল পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস থেকে পেট্রলবোমা সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়।রাজধানীর গাবতলী থেকে ছেড়ে আসা বাসটির একটি সিটের পেছন থেকে সেটি উদ্ধার করা হয়।

 

বেঙ্গল পরিবহনের সুপারভাইজার হাসান বলেন, ‘আমাদের গাড়িটি ঢাকার গাবতলী থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে আসে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের মৌচাক এলাকায় আসলে আমি কতগুলো সিট খালি আছে তা গুনতে থাকি। এ সময় একটি সিটের পেছনে ব্যাগের মধ্যে বোমা সদৃশ্য এই বস্তুটি দেখতে পাই। কিন্তু ওই সময় সিটে কোনো যাত্রী ছিল না। সঙ্গে সঙ্গে বিষয়টি আমি চালককে জানিয়ে গাড়িটি রাস্তার ধারে দাঁড় করাতে বলি। পরে সিদ্ধিরগঞ্জ থানায় বিষয়টি অবহিত করি।’