নির্বাচন নিয়ে দেশি-বিদেশি চক্রান্ত রুখে দিতে হবে : সোহেল তাজ
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেছেন, নির্বাচনকে বানচাল করার দেশি-বিদেশি চক্রান্তকে রুখে দিতে হবে। নৌকা মার্কায় ভোট দিয়ে চক্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে।
গাজীপুর-৪ আসনের নৌকার প্রার্থী সিমিন হোসেন রিমির নির্বাচনী প্রচারে গিয়ে বুধবার কাপাসিয়ার টোকে নৌকা মার্কার নির্বাচনী প্রচারে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
১৯৫৪ সালে তাজউদ্দীনকে আহমদকে যেভাবে ভোট দিয়ে জয়যুক্ত করেছিলেন, ঠিক সেভাবেই বিপুল ভোটে সিমিন হোসেন রিমিকেও জয়যুক্ত করার অনুরোধ জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আমানত হোসেন খাঁন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আজগর রসিদ খাঁন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাজহারুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।
ট্যাগস :