নীলফামারীর ডিমলা ও জলঢাকা দুই উপজেলার যৌথ মানববন্ধন
কৃষক বাঁচা ও দেশ বাঁচাও, এই স্লোগানকে সামনে রেখে ১৭ জুলাই নীলফামারীর ডিমলা উপজেলার কেয়ার বাজার রংপুর মহাসড়কে মানববন্ধন করেন অত্র এলাকাবাসী। মহাসড়কের দুই পাশে সকাল দশটা থেকে প্রায় দুইঘন্টা যাবত মানববন্ধনে অবস্থান করেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন, বীর মুক্তিযোদ্ধা ময়েজ উদ্দিন।এতে ডিমলা উপজেলার কুটির ডাঙা, রামডাঙ্গা, পচারহাট এবং জলঢাকা উপজেলার চিরাভিজা গোলনা ও খারিজা গোলনা মোট ৫টি মৌজার বাসিন্দাের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে ও পানি উন্নয়ন বোর্ড কতৃক সাতশত কৃষকের বিরুদ্ধে দ্বায়েরকৃত হয়রানি মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধনের আয়োজন করেন।
মানববন্ধন কারীরা বলেন, প্রধান মন্ত্রীর ঘোষিত আইন অনুযায়ী ১ থেকে ৩ ফসলি জমি সরকারি হোক বা বেসরকারি হোক খনন করা যাবেনা। নদী খননের নামে পরিবেশের ভারসাম্য নষ্ট করে অবৈধ ও নিষিদ্ধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা যাবেনা।এতে হাজার হাজার কৃষক-কৃষাণির উপস্থিতি লক্ষ করা যায়। মানববন্ধনে বক্তব্য রাখেন আব্দুল আলিম,যাদু মিয়া, মিনারুল, ইসলাম, আসুতোষ রায়, হাবিবুর রহমান, খাদিজা আক্তার, আলেমা বেগম সহ আরও অনেকে।
তাদের একটাই দাবী মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ ড্রেজার মেশিন দিয়ে তিন ফসলি জমি যেন খনন নাকরা হয়। বাচলে জমি, বাড়বে ফসল, হাসবে কৃষক বাচবে দেশ৷
পরিশেষে সভাপতি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে মামববন্ধনের সমাপ্তি ঘোষণা করেন।